Скачать
ভদ্রবেশী ডাকাতদল ঠগীদের বাস্তব ইতিহাসের গল্প।।Thugs's Historical Story of Bangla -India
Автор: Nazib Mahfuz Khan
Загружено: 2025-10-10
Просмотров: 720
Описание:
ঠগ বাছতে গাঁ উজাড় এই প্রবাদটি বাস্তব ইতিহাস থেকেই এসেছে। ভদ্রবেশী ঠান্ডা মাথার খুনী এবং ডাকাত দলের নাম ঠগী।
বাংলা-ভারতের ইতিহাসে ২০০ বছর আগের কথা।
হঠাৎ হঠাৎ পথিকরা দূর দেশে যাওয়ার সময় নিরূদ্দেশ হয়ে যেত।কোথাও আর তাদেরকে খুঁজে পাওয়া যেত না।
ঠগী সম্প্রদায়ের লোকেরা ঠাণ্ডা মাথায় পথিকদের সাথে মিশে যেত ছদ্মবেশে।একসাথে পথ চলতো,খেত,আড্ডা দিত।এরপর হঠাৎ করে এক টুকরো গামছা দিয়ে শ্বাসরোধ করে নিরীহ পথচারীকে হত্যা করে সবকিছু লুট করতো। এবং মৃতদেহকে মাটি চাপা দিয়ে রাখতো।
১৮৩০ সালের পরের বৃটিশ পুলিশ গোয়েন্দাগিরি করে ঠগীদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে এবং তাদের নেটওয়ার্ক ধরে আটক করতে থাকে।এভাবেই শেষ হয় ভয়াবহ ঠগীদের নীরব অত্যাচারের ইতিহাস।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: