আল্লাহ তায়ালা কেন শির্কের গুনাহ কখনও মাপ করবেন না!? || Mamunur Rashid Fahad || Shirk || Tawheed ||
Автор: As-Sunnah Academy
Загружено: 2025-10-04
Просмотров: 148
إِنَّ اللَّهَ لا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ
“নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শির্ক করাকে ক্ষমা করবেন না; এর নিচের অন্যান্য গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন।”
(সূরা আন-নিসা ৪:৪৮, ১১৬)
এই আয়াত ও অন্যান্য দলিল থেকে বোঝা যায়, শির্ক ক্ষমার বাইরে থাকার পেছনে গভীর কারণ আছে।
শির্ক মানে হচ্ছে — আল্লাহ তায়ালার এককত্বে হস্তক্ষেপ করা, তাঁর অধিকার অন্য কারও কাছে দিয়ে দেওয়া। আল্লাহ হচ্ছেন সমস্ত সৃষ্টির একমাত্র রব, মালিক, উপাস্য ও বিধানদাতা। যখন কেউ শির্ক করে, তখন সে মূলত আল্লাহর সর্বশক্তিমান মর্যাদার অবমাননা করে, এমন কারও সঙ্গে তাঁকে সমান করে ফেলে, যে আসলে কোনো ক্ষমতার অধিকারীই নয়। এটা শুধু একটা গুনাহ না; বরং আল্লাহর প্রতি চরম অন্যায়, বিশ্বাসের ভিত্তিকে ধ্বংস করে দেওয়ার মতো অপরাধ।
আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে— আল্লাহ তায়ালা মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন তাঁর ইবাদত করার জন্য। ইবাদতের কেন্দ্রবিন্দুই হলো তাওহিদ। যদি এই ভিত্তিটাই নষ্ট হয়ে যায়, তবে দোয়া, নামাজ, রোজা, দান— কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য থাকে না। শির্ক একজন বান্দা ও আল্লাহর মধ্যে সম্পর্ক সম্পূর্ণ কেটে দেয়।
তাওবা ছাড়া শির্ক মাফ না হওয়ার আরেকটি কারণ হলো— এটি এমন এক অপরাধ যা মানুষ ইচ্ছা করেই করে, এবং যদি জীবদ্দশায় সে তা থেকে ফিরে না আসে, তাহলে মৃত্যুর পর আর ফিরে আসার সুযোগ থাকে না। তাই আল্লাহ ন্যায়ের খাতিরেই বলেন— যারা শির্ক করে ও তাওবা ছাড়া মারা যায়, তাদের জন্য ক্ষমা নেই।
কিন্তু যদি কেউ আন্তরিকভাবে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার অতীত শির্কসহ সব গুনাহ মাফ করে দেন। কারণ আল্লাহর রহমত অসীম, কিন্তু তিনি কাউকে জুলুম করেন না; যারা তাঁর অধিকার লঙ্ঘন করে ও তাওবা না করে মারা যায়— তাদেরকে তিনি ন্যায়বিচার অনুযায়ী শাস্তি দেন।
সুতরাং, শির্ক মাফ না হওয়ার কারণ হচ্ছে— এটি আল্লাহর সবচেয়ে বড় অধিকার লঙ্ঘন করা, ঈমানের মূল ভিত্তিকে ধ্বংস করা, বান্দা ও রবের সম্পর্ক ছিন্ন করা, এবং তাওবা ছাড়া মৃত্যুর পর এর আর কোনো সংশোধনের সুযোগ না থাকা।
#শির্কসবচেয়েবড়অপরাধ
#আল্লাহরঅধিকারলঙ্ঘনকরো_না
#তাওহিদেরডাক
#শির্কথেকেবাঁচো
#তাওবা_করো_আল্লাহরদিকে_ফিরো
#শির্কক্ষমাহবেনা
#একআল্লাহরইইবাদত
#ঈমানেরমূলতাওহিদ
#আল্লাহএকই
#NoForgivenessForShirk
#TawheedFirst
#AvoidShirk
#ReturnToAllah
#GreatestSin
#AllahIsOne
#CallToTawheed
#IslamicReminder
#ShirkIsUnforgivable
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: