Bangla Love Story Song | তুমি আছো বলেই | Romantic Male Version | Vocal Anchor
Автор: Vocal Anchor
Загружено: 2025-12-17
Просмотров: 1445
Bangla Love Story Song | তুমি আছো বলেই | Romantic Male Version | Vocal Anchor
“তুমি আছো বলেই” একটি আবেগঘন বাংলা প্রেমের গান, যা একজন পুরুষের চোখ দিয়ে গভীর ভালোবাসার গল্প তুলে ধরে।
এই বাংলা লাভ স্টোরি গানটি ভালোবাসা, বিশ্বাস এবং নির্ভরতার অনুভূতি নিয়ে তৈরি।
🎵 Song: তুমি আছো বলেই
🎤 Vocal: Male
✍️ Lyricist: Julfiqure
🎼 Genre: Romantic / Love
📺 Channel: Vocal Anchor
📩 Contact: [email protected]
Lyrics:
Verse 1
শূন্য শহরের ভিড়ে একা হাঁটছিলাম আমি,
হঠাৎ তোমার চোখে পেলাম আশ্রয়ের ভূমি।
কথা ছিল কম, তবু সব বলা হয়ে গেল,
নীরবতার মাঝেই মন তোমাকে চিনে নিল।
হারিয়ে যাওয়া দিনগুলো ফিরিয়ে আনলে তুমি,
অচেনা এই জীবনে দিলে আপন ভূমি।
আমি যে বুঝিনি, কীভাবে বদলে যাই,
তুমি এলে বুঝলাম—ভালোবাসা এটাই।
Pre-Chorus
তোমার একটুখানি হাসি,
আমার হাজার দুঃখ ভোলায়,
তুমি পাশে থাকলেই জানি,
সব ভয় দূরে চলে যায়।
Chorus
তুমি আছো বলেই, জীবনটা সুন্দর,
অন্ধকার রাতেও জ্বলে আলোর প্রদীপ ঘর।
তুমি আছো বলেই, স্বপ্ন দেখি আবার,
আমার প্রতিটা প্রার্থনার নাম—শুধু তোমার।
তুমি আছো বলেই, আমি আমি হয়ে উঠি,
ভেঙে পড়লেও আবার দাঁড়াতে শিখি।
এই হৃদয়ের সবটুকু কথা,
তোমার কাছেই সবচেয়ে নিরাপদ থাকে।
Verse 2
কখনো ভুল করি, কখনো চুপ করে থাকি,
তবু তুমি বুঝে নাও, না বললেও বাকি।
আমার অস্থির মন, তোমার কাছেই শান্ত,
তোমার স্পর্শেই যেন সব কষ্ট হয় ক্লান্ত।
যদি ঝড় আসে কাল, যদি পথ হয় কঠিন,
তোমার হাত ধরেই চাই চলতে প্রতিদিন।
এই জীবন যতদূর যাক, যত বদলাক সময়,
তোমার সাথেই আমার সব গল্পের পরিচয়।
Pre-Chorus 2
আমি বড় কিছু চাইনি কখনো,
চেয়েছি শুধু তোমার পাশে থাকা,
এই ভিড়ের পৃথিবীতে,
তুমিই আমার একমাত্র ঠিকানা।
Chorus (Repeat)
তুমি আছো বলেই, জীবনটা সুন্দর,
অন্ধকার রাতেও জ্বলে আলোর প্রদীপ ঘর।
তুমি আছো বলেই, স্বপ্ন দেখি আবার,
আমার প্রতিটা প্রার্থনার নাম—শুধু তোমার।
Bridge
যদি একদিন সব থেমে যায়,
যদি কথা কমে যায় ধীরে,
এই ভালোবাসা থাকবে অটুট,
সময় পেরিয়েও, নীরবে গভীরে।
Outro
আজ আর ভয় নেই হারানোর,
আজ আর একা নয় পথচলা,
কারণ আমি জানি—
তুমি আছো বলেই, আমি আছি বলা।
#BanglaLoveSong
#BanglaRomanticSong
#LoveStorySong
#RomanticSong
#MaleVersion
#HeartTouchingSong
#TrueLoveSong
#CoupleSong
#EmotionalSong
#SoftRomantic
#BanglaSong2025
#NewBanglaSong
#RomanticVibes
#LoveForCouples
#BanglaMusic
#BanglaOriginalSong
#IndieBangla
#SoulfulSong
#RomanticReels
#WhatsAppStatusSong
#SongForReels
#TrendingBanglaSong
#ViralLoveSong
#DreamySong
#LoveJourney
#BanglaMaleVoice
#VocalAnchor
#VocalAnchorSongs
#BanglaLoveStory
#RomanticBangla
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: