Puri Gupta Vrindavan |Puri Sightseeing 2025 | New Toy Train | কখন যাবেন, টিকিট ও ভোগ প্রসাদ কত?
Автор: Journey with narottam
Загружено: 2025-08-13
Просмотров: 717
Puri Gupta Vrindavan |Puri Sightseeing 2025 | New Toy Train | কখন যাবেন, টিকিট ও ভোগ প্রসাদ কত?
বন্ধুরা, জয় জগন্নাথ! পুরীর(puri) সমুদ্র সৈকত আর জগন্নাথ মন্দির তো অনেকেই ঘোরেন, কিন্তু পুরীর আশেপাশে লুকিয়ে থাকা এই অসাধারণ জায়গাটির কথা হয়তো অনেকে জানেন না। এই ভিডিওতে আমরা ঘুরে দেখলাম পুরীর 'গুপ্ত বৃন্দাবন' (Gupta Vrindavan) বা শ্রী গৌরা বিহার আশ্রম (Shree Gaura Vihar Ashram)। শ্রী চৈতন্য মহাপ্রভুর সাধনক্ষেত্র হিসেবে পরিচিত এই স্থানে রয়েছে বৃন্দাবনের এক প্রতিরূপ, যেখানে রাধাকৃষ্ণ ও মহাপ্রভুর লীলাক্ষেত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।নতুন টয় ট্রেন (toy train) আপডেট (update) রয়েছে। puri sightseeing এর জনপ্রিয় জায়গা এটি।
.🛕 মন্দিরের স্থাপত্য ও দেব-দেবী:
১৫০ বছরের পুরোনো এই মন্দিরে শৈব ও বৈষ্ণব উভয় ধর্মের দেব-দেবীর উপস্থিতি।
এখানে রয়েছে রাম নাম জপ করা বিশাল হনুমান মূর্তি, পুষ্করণীর মধ্যে মহালক্ষ্মী এবং কলিঙ্গ শিল্পকলায় তৈরি দেবী সরস্বতীর ভাস্কর্য।
হিন্দু ধর্মের পাঁচ জগৎগুরু—আদিশংকরাচার্য, রামানুচার্য, নিম্বাকাচার্য, মাদাচার্য, বল্লভাচার্যের মূর্তি।
🚉টয় ট্রেন পরিক্রমা (Toy Train Parikrama):
নতুন আকর্ষণ টয় ট্রেন। [03:52]
টিকিট মূল্য: মাথাপিছু ₹30 টাকা।
ট্রেনে চড়ে শ্রী জগন্নাথ দেবের বিভিন্ন বেশ (যেমন সোনাবেশ, রাজবেশ) দর্শন ও সাত পাক পরিক্রমা করার
সুযোগ।
👉কীভাবে পৌঁছাবেন (Location & Distance):
অবস্থান: পুরী স্বর্গদুয়ার থেকে প্রায় ৬ কিমি দূরে বালিয়াকন্ঠা হাউজিং কলোনির গীতাঞ্জলি রোডে। [01:09]
ভুবনেশ্বর থেকে ৫৬ কিমি।
কলকাতা থেকে প্রায় ৫৯৪ কিমি।
আশেপাশের দর্শনীয় স্থান:
ওংকারেশ্বর মন্দির (প্রায় ১ কিমি দূরে)। [05:38]
লোকনাথ মন্দির (পুরীর বৃহত্তম শিব মন্দির, প্রায় ২ কিমি দূরে)। [05:43]
মাসিবাড়ি পিসিবাড়ি বা মৌসীমা মন্দির (প্রায় ৪ কিমি দূরে)। [06:06]
👉ভ্রমণ টিপস:
মন্দিরে আসা-যাওয়ার জন্য গাড়ি ভাড়া করার সময় ভালো করে কথা বলে নেবেন, কারণ সন্ধ্যা ৬টার পর ঐ স্থান থেকে ফিরে যাওয়ার গাড়ি পেতে অসুবিধা হতে পারে। [05:55]
সকালের দিকে বা বিকেল ৩:৩০ টা থেকে ৫:৩০ টার মধ্যে গেলে ভিড় কম থাকবে। [06:28]
⏰টাইমস্ট্যাম্প :
এই ভিডিওতে আপনারা জানতে পারবেন:
0:00 - ভূমিকা ও গুপ্ত বৃন্দাবনের গুরুত্ব
0:30 - গুপ্ত বৃন্দাবন কোথায় অবস্থিত? (Location)
1:15 - কখন গেলে সেরা অভিজ্ঞতা পাবেন? (Best Time to Visit)
2:00 - কীভাবে যাবেন ও যাতায়াত খরচ (How to Reach & Fare)
2:45 - প্রবেশ টিকিট ও আশ্রমের সময়সূচী (Ticket Price & Timings)
3:30 - ভোগের ব্যবস্থা ও কুপন মূল্য কত? (Bhog Prasad Details)
4:00 - আশ্রমের ভেতরের সুন্দর দৃশ্যাবলী ও বিশেষত্ব
Gupta Vrindavan / Shree Gaura Vihar Ashram হল পুরীর এক অন্যতম সুন্দর সাইটসিয়িং স্পট। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র ও সাধনস্থল হিসেবে পরিচিত। এই আশ্রমে বৃন্দাবনের বিভিন্ন লীলাক্ষেত্রকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। পুরীর মূল শহর থেকে একটু দূরে হওয়ায় এটি 'গুপ্ত' বৃন্দাবন নামে পরিচিত।
📍গুরুত্বপূর্ণ তথ্য (Key Information):
স্থানের নাম: গুপ্ত বৃন্দাবন বা শ্রী গৌরা বিহার আশ্রম
অবস্থান: গীতাঞ্জলি রোড, বালিয়া পান্ডা হাউজিং বোর্ড কলোনি, পুরী
প্রবেশ ফি (Ticket Price): __ ( পুরি গুপ্ত বৃন্দাবনে প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা )
ভোগ প্রসাদ কুপন (Bhog Coupon): __ ( আপনি চাইলে গুপ্ত বৃন্দাবনে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন সাধারণত ₹৮০ টাকা মাথাপিছু )
খোলা থাকার সময়: সকাল __সকাল ৬ টা থেকে বিকেল _৫. ৩০ টা পর্যন্ত
👍পুরীর এই সুন্দর জায়গাটি আপনার কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানান! ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
আপনার ভ্রমণ শুভ হোক! জয় জগন্নাথ! 🙏
Follow us on Instagram: [narottam mondal]
👉Music use from - pixabay no copyright music
#GuptaVrindavanPuri
#গুপ্তবৃন্দাবন
#ভ্রমণ_ভিডিও (Travel Video)
#PuriGuptaVrindavan
#SriGauraViharAshram
#PuriTour
#PuriSightseeing
#OdishaTourism
#PuriVlog
#journey with narottam
#Viral
#Trending
#TravelVlog
#India travel
#নতুন_ভিডিও (New Video)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: