শ্রদ্ধা ও ভালোবাসায় ইমামের রাজকীয় বিদায়
Автор: Nirmata tv
Загружено: 2025-10-11
Просмотров: 4
শ্রদ্ধা ও ভালোবাসায় ইমামের রাজকীয় বিদায়।
পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন—দীর্ঘ চৌত্রিশ (৩৪) বছর ধরে মসজিদটিকে আলোকিত করে রাখা আলহাজ্ব আব্দুল মান্নান কে বিদায় সংবর্ধনা জানানো হলো। এই দীর্ঘ সময়কালে তিনি শুধু ইমামই ছিলেন না, ছিলেন মথুরাপুর গ্রামের প্রতিটি মানুষের আধ্যাত্মিক অভিভাবক, পথপ্রদর্শক ও প্রিয়জন।
তাঁর এই দীর্ঘ সেবার প্রতিদান হিসেবে, এলাকাবাসী এবং মসজিদ কমিটি এক অভূতপূর্ব আয়োজনের মাধ্যমে তাঁদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তাকে বিশেষ সম্মান জানাতে তাঁকে একটি সজ্জিত ঘোড়ার গাড়িতে করে পুরো মথুরাপুর গ্রাম ঘোরানো হয়। গ্রামের মানুষ পথে দাঁড়িয়ে, ভালোবাসা ও সম্মানের সঙ্গে তাঁর এই যাত্রা প্রত্যক্ষ করেছেন। এই অতুলনীয় বিদায়ে মথুরাপুরবাসীর গভীর ভালোবাসা ও অবিচল আস্থারই প্রতিচ্ছবি।
আলহাজ্ব আব্দুল মান্নান এর এই বিদায় শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি এবং তাঁর ৩৪ বছরের নিঃস্বার্থ সেবার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন। মথুরাপুরবাসী কৃতজ্ঞচিত্তে তাঁর জন্য শুভ কামনা জানাচ্ছে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: