হযরত আদম আঃ পৃথিবীতে আসা পূর্বে যেসব মাখলূক পৃথিবীতে বাস করতো।
Автор: আলোর - পথে
Загружено: 2025-07-28
Просмотров: 134737
হযরত আদম (আঃ) এর পৃথিবীতে আগমনের পূর্বে যেসব মাখলূক পৃথিবীতে বাস করতো
হযরত আদম (আঃ) পৃথিবীতে আসার অনেক আগেই আল্লাহ তায়ালা পৃথিবী সৃষ্টি করেন এবং সেখানে বিভিন্ন মাখলূক বসবাস করত। ইসলামী ঐতিহ্য ও কিছু তাফসীর মতে, আদম (আঃ) এর আগমনের পূর্বে পৃথিবীতে জিন জাতি, কিছু ফেরেশতা ও সম্ভাব্যভাবে অন্য অজানা মাখলূকের অস্তিত্ব ছিল।
বিশেষ করে জিনরা তখন পৃথিবীতে বসবাস করত এবং তারা নানা অশান্তি, দাঙ্গা ও ধ্বংসযজ্ঞ সৃষ্টি করত। তখন আল্লাহ ফেরেশতাদের পাঠান তাদের দমন করার জন্য। এ কারণে ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করেন:
"আপনি কি এমন কাউকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করবেন, যারা সেখানে দাঙ্গা-ফাসাদ করবে?" (সূরা বাকারা ২:৩০)
এই আয়াত থেকেই বোঝা যায়, আদম (আঃ)-এর আগমনের আগে পৃথিবীতে এমন কিছু সৃষ্টির অস্তিত্ব ছিল, যারা দাঙ্গা-হাঙ্গামা করত – বিশেষ করে জিন জাতি।
এই গল্প থেকে আমরা যা শিখি:
আল্লাহর জ্ঞান অসীম, তাঁর প্রতিটি সৃষ্টি ও সিদ্ধান্তে রয়েছে গভীর তাৎপর্য।
আদম (আঃ) শুধু মানবজাতির প্রথম মানুষই নন, বরং তিনি এক দায়িত্বশীল প্রতিনিধি (খলিফা) হিসেবে পৃথিবীতে পাঠানো হন।
#আদমআঃ #ইসলামিকইতিহাস #জিনজাতি #ইসলামিকগল্প #আদিঐতিহ্য #ইসলামিকডেসক্রিপশন
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: