আপনার সাধ্যমত দান সহযোগিতায় স্বস্তিতে বাঁচবে বঞ্চিত প্রাণ || Milton Samadder || Child & Old Age Care
Автор: Milton Samadder
Загружено: 2025-01-29
Просмотров: 7310
আপনার সাধ্যমত দান সহযোগিতায় স্বস্তিতে বাঁচবে ২৪০ থেকে ৫০ টি বঞ্চিত প্রাণ।
চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার। তিলোত্তমা শহরের বুকে একটুকরো মানবিকতার উদাহরণ। পথ পথান্তরে যে সকল দুর্গত মানুষেরা শরীরে ঘা, পচন, ক্ষত, পোকা-মাকড়ের বাসা নিয়ে বেঁচে থাকেন শুধুমাত্র একচিমটি নিঃশ্বাস আঁকড়ে ধরে, সেই সকল মানুষদের বেঁচে থাকার নেতিয়ে পড়া আশাকে জাগিয়ে রাখে আর্তমানবতার পাশে থাকা এই মানবিক প্রতিষ্ঠানটি। আপনি যাকে রাস্তার পাশে বিভৎস অবস্থায় পড়ে থাকতে দেখে ভয়, অভক্তি আর ঘেন্নায় বাঁকা পথে পা বাড়ান সেখানে এই প্রতিষ্ঠানটি তাদেরকে কুড়িয়ে নিয়ে চিকিৎসা আর মমতা দিয়ে সুস্থ করে তোলেন।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৪২ জন অবহেলিত, বঞ্চিত, অসুস্থ বৃদ্ধ বাবা-মা, প্রতিবন্ধী শিশু এবং গর্ভবতী মানসিক ভারসাম্যহীন বোনদের বসবাস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক দীর্ঘ প্রায় ১১ বছর যাবৎ রাস্তা থেকে অজ্ঞাত, অসহায়, শরীরে ঘা পচন আছে এমন মানুষদের কুড়িয়ে এনে দিয়ে যাচ্ছেন পারিবারিক স্নেহ মমতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরিবার খুঁজে কাউকে কাউকে আবার পরিবারেও পাঠানোর ব্যবস্থা করেছেন স্বউদ্যোগে। আর যাদের পরিবার পাওয়া যায় না তারা আমৃত্যু এখানেই পরম মমতায় চিকিৎসা, খাদ্য, বস্ত্র বাসস্থানসহ সকল ধরনের মৌলিক চাহিদায় যাপন করছেন স্বাচ্ছন্দময়ী জীবন। আবার কারও মৃত্যু হলে স্ব স্ব ধর্মানুযায়ী সম্মানের সাথে শেষ বিদায়েরও ব্যবস্থা করে এই মানবিক প্রতিষ্ঠানটি।
দ্রব্যমূল্যের উধ্র্বগতির কারণে ২৪২ জন অজ্ঞাত অসুস্থ মানুষের ব্যয়বহুল চিকিৎসা, ৩ বেলার খাবার, দেখভাল পরিচর্যা করাসহ ৭০ জন সেবক সেবিকা, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও আবাসন ব্যবস্থা দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে পড়েছে। প্রতিমাসে এই বিশাল পরিবারটির পেছনে খরচ হচ্ছে ২০ থেকে ২৫লক্ষ টাকা। যা মিলটন সমাদ্দারের একার পক্ষে একেবারেই অসম্ভব। তাই প্রিয় শুভাকাঙ্ক্ষীদের নিকট সাধ্যমত সামান্য দান সহযোগিতর জন্য হাত বাড়িয়েছেন চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক মিলটন সমাদ্দার।
আসুন সাধ্যমত দান-সহযোগিতা করে ভালো রাখি দেশের সকল প্রকার সুবিধা বঞ্চিত ২৪০-৫০ জন অভিভাবকহীন, অসুস্থ, প্রতিবন্ধী শিশু ও বৃদ্ধ বাবা-মাদের বৃহৎ পরিবারটিকে।
■■ বিস্তারিত জানতে- Milton Samadder
+88 01622220222
+88 01633330333
--------------------------------------------------------------------------
■■ সরাসরি স্থায়ী আবাসন ভিজিট করুন - ৫৭৬/১, ব্লক: বি, গ্রাম: বাহিরটেক, ইউনিয়ন: কমলাপুর, থানা: সাভার, জেলা: ঢাকা।
#দানকরুন #সহযোগিতারহাত #মানবিকসহায়তা #দাতব্যকাজ #সেবারহাত #মানবিকতা #সামাজিকসেবা #দরিদ্রসহায়তা #সামাজিকউদ্যোগ #বৃদ্ধাশ্রম #বৃদ্ধদেরসহায়তা #বৃদ্ধদেরযত্ন #বৃদ্ধদেরঅধিকার #মানবিকসহায়তা #বৃদ্ধদেরআশ্রয় #বৃদ্ধদেরখোঁজ #বৃদ্ধদেরহক #অসচ্ছলবৃদ্ধ #বৃদ্ধাশ্রম #বৃদ্ধদেরসহায়তা #বৃদ্ধদেরযত্ন #বৃদ্ধদেরঅধিকার #মানবিকসহায়তা #বৃদ্ধদেরআশ্রয় #বৃদ্ধদেরখোঁজ #সমাজেরঅধিকার #বৃদ্ধদেরহক #অসচ্ছলবৃদ্ধ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: