"নামাজ: ঈমানের প্রথম প্রকাশ || আলোচনায়: আবুল খায়ের নুরুল্লাহ" Abul khayer Nurullah
Автор: Abul Khayer Nurullah
Загружено: 2025-07-06
Просмотров: 5
"নামাজ: ঈমানের প্রথম প্রকাশ || আলোচনায়: আবুল খায়ের নুরুল্লাহ" Abul khayer Nurullah
নামাজ হলো ঈমানের প্রথম বাস্তব প্রকাশ। যে অন্তরে ঈমান জন্ম নেয়, তা সর্বপ্রথম প্রকাশ পায় নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা কুরআনে বহু স্থানে নামাজের গুরুত্ব উল্লেখ করেছেন এবং এটি ঈমানদারদের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বর্ণনা করেছেন।
🔹 কুরআন থেকে:
"নিশ্চয়ই মুমিন তো তারাই, যারা আল্লাহর নাম শুনলে ভীত হয়ে পড়ে, যখন তাদের সামনে কুরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, আর তারা তাদের রবের উপর ভরসা করে। তারা নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে।"
(সূরা আল-আনফাল, আয়াত ২-৩)
🔹 হাদীস থেকে:
"আমাদের (মুসলমানদের) সঙ্গে তাদের (কাফেরদের) পার্থক্যের চিহ্ন হলো নামাজ। যে তা ছেড়ে দেয়, সে কুফরি করে বসে।"
(তিরমিযী, হাদীস: ২৬২১)
🔹 আরেক হাদীসে আছে:
"কিয়ামতের দিনে বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজ সম্পর্কে। যদি তা ঠিক থাকে, তবে তার সব আমল ঠিক থাকবে; আর যদি তা নষ্ট হয়, তবে সব আমলই নষ্ট হয়ে যাবে।"
(সহিহ বুখারী ও মুসলিম)
---
🎙️ আলোচক:
আবুল খায়ের নুরুল্লাহ (Abul Khayer Nurullah)
একজন আলোচক, যিনি ইসলামের মৌলিক বিষয়গুলো কুরআন-হাদীসের আলোকে সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন।
🔸🔶🔴 যোগাযোগ :- 01610-354876
ইসলামের সকল বিষয়ে গবেষণা মূলক আলোচনা পেতে সাথে থাকুন।
সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন দ্বীনের জন্য সকল তৎপরতাগুলোকে কবুল করে নেন। এবং দ্বীনের সঠিক পথে চলার তাওফিক দান করেন।
আপনাদের সকলের কাছে দোয়ার মোহতাজ। আপনাদের জন্যও দোয়া করি।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
♦️যারা নিয়মিত আলোচনা পেতে চান
⛔ইউটিউব আমার দুটি চ্যানেল:-
১. আমার আলোচনা সাথে অন্যান্য স্কলারদের আলোচনা পাবেন ইনশাআল্লাহ, / @abulkhayernurullah9356
২. শুধু আমার আলোচনা পেতে, / @abulkhayernurullah
♦️ফেসবুক আইডি, / mdabulkhayer.nurullah
♦️ফেসবুক পেইজ আমার আলোচনা সাথে অন্যান্য স্কলারদের আলোচনা পাবেন,
https://www.facebook.com/profile.php?...
♦️ শুধু আমার আলোচনা পেতে, https://www.facebook.com/profile.php?...
♦️ফেসবুক অফিসিয়াল গ্রুপ, / 534999099407154
♦️ টেলিগ্রাম গ্রুপ, https://t.me/+BA_mR1zvnnc3YmU1
সকলকে জা যাকাল্লাহ, আবুল খায়ের নুরুল্লাহ
#waz #new_waz #nurullah #abulkhayernurullah #abulkhairnurullah#abulkhair #khayer #nurullah_waz #আবুল_খায়ের_নুরুল্লাহ #আবুলখায়েরনুরুল্লাহ #আজহারী #নতুম_ওয়াজ #trending #new #muslims #banglawaz #bangla #bangladesh #nurullah #abulkhayernurullah
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: