ওই নাম ভুল করিলে যাবিরে মারা | Oi Naam Vul Korile Jabire | uzzal bangla media
Автор: Uzzal Bangla Media
Загружено: 2025-10-13
Просмотров: 251
#আবুলসরকার #টুকটুকি_বাউল #মিম_বাউল_ঘর #সুবণা #দলোনসরকরি
ওই নাম ভুল করিলে যাবিরে মারা | Oi Naam Vul Korile Jabire | uzzal bangla media
******************************
uzzal bangla mediaচ্যানেলটিতে লালন সাইজির পালা গান সকল প্রকার ধারাবাহিক এবং জাতীয় ভাবে সংরক্ষণ করা হচ্ছে। আপুনাদের মনের মত গান পেতে আমাদের
চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ ।। uzzal bangla media
************
নিরীক্ষ বান্ধরে দুই নয়নে ভুইলনা মন তাহারে
ঐ নাম ভুল করিলে যাবিরে মারা
পড়বিরে বিষম ফেরে।।
আগে আপনকে চেন
পরে গুরুকে মান
দেহ পাশ করে আন
ওরে সই মহলের নকল গুরু
দেবেন তোমায় দয়া করে ।।
প্রেমের গাছে দুইটি ফল
রসে করে টলমল
কত ভ্রমর হয় পাগল
সে ফল গুরু এনে শিষ্যকে দিলে
অমর হয় সে সংসারে ।।
প্রেমের হাটে গেলা না
প্রেমের সদাই কিনলানা
প্রেমের মানুষ চিনলানা
ওরে সেই মানুষের লাইগারে
মানুষ জঙ্গলে বসত করে।।
ফকির কালুশাহ তাই কয়
মনরে বলি যে তোমায়
এই প্রেম সামান্যেতে নয়
এই প্রেমের লাইগারে মানুষ
ঘুরে জনম ভরে ।।
গীতিকারঃ কালুশাহ ফকির
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: