মিনিমাম ইনকাম থাকলেও কখন ট্যাক্স জিরো হয় আর কখন হয় না ? When is the tax zero and when is it not?
Автор: Samir Sutradhar
Загружено: 2024-09-20
Просмотров: 112
অনেকেই জিরো রিটার্ন নিয়ে এই রকম ধারনা পোষণ করেন যে, রিটার্ন সাবমিট এর সময় তিনি যে কাটসাট ইনাকম দেখান তখন তার ইনকাম টা, ট্যাক্স স্লেব এ না পড়ায় তারা জিরো রিটার্ন হিসেবে মনে করেন। অর্থাৎ পুরুষের জন্য এখন ৩,৫০,০০০ টাকা, মহিলার বা ৬৫ বছরের উর্ধ্বে কর দাতার জন্য ৪,০০,০০০ টাকা, মুক্তিযুদ্ধার জন্য ৪৭৫০০০ টাকা ইনকাম পর্যন্ত ইনকাম এর স্ল্যাব টা ক্রস না করায় ট্যাক্স দেয়া লাগতেছে না।
কিন্তু আপনারা কি এটা জানেন আপনি যখন উৎসে আয়কর দিয়ে থাকেন তখন আর জিরো রিটার্ন হয় না? কারণ আপনি তো অলরেডি ট্যাক্স দিয়ে দিয়েছেন।
কিভাবে দিয়েছেন? ধরুন আপনার সঞ্চয়পত্র আছে, সঞ্চয় পত্র থেকে উৎসে আয়কর কর্তন করে আপনাকে পেমেন্ট দিয়েছে যার পরিমান এবং আপনি ব্যাংক থেকে ইন্টারেস্ট পেয়েছেন ব্যাংকও আপনার কাছ থেকে উৎসে আয়কর কর্তন করে আপনাকে পেমেন্ট দিয়েছে।
এই যে ২ টা কর্তৃপক্ষ টাকা কেটে নিল এটা কার টাকা? এটা আপনার টাকা। কারণ আপনার জমা টাকার বিপরীতে আপনি যে ইন্টারেস্ট পেয়েছেন, সেই টাকা থেকে কেটে নিয়েছে। এটাই উৎসে আয়কর হিসেবে কেটে নিয়েছে কর্তৃপক্ষ।
তাহলে এই টাকাটা কার টাকা? আপনার টাকা।
তার মানে আপনি ট্যাক্স দিয়ে দিয়েছেন, আর এই টাকাটাই আপনার ফাইলে ট্যাক্স পেমেন্ট হিসেবে দেখিয়ে দিতে হবে।
তার মানে কি দাড়ালো? আপনি ট্যাক্স দিয়েছেন, ফলে আপনার জিরো রিটার্ন নয়। আপনার ট্যাক্সএবল ইনকাম।
তাহলে জিরো ট্যাক্স রিটার্ন কখন? যদি আপনার কোন সোর্সেই উৎসে আয়কর কর্তন না থাকে এবং আপনার ইনকাম মিনিমাম ইনকাম এর ইনাকাম ট্যাক্স এর স্ল্যাবে থাকে তবেই জিরো ট্যাক্স রিটার্ন হবে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: