শালবন বিহার (০১)।
Автор: Islam 1979
Загружено: 2025-12-07
Просмотров: 1
শালবন বিহার বাংলাদেশের কুমিলা জেলায় লালমাই-ময়নামতি পাহাড়ের মধ্যবর্তী পূর্ব ঢালে অবস্থিত।এ বিহারটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১৬৮ মিটার।এটির চার বাহুতে সর্বমোট ১১৫টি ভিক্ষু কক্ষ রয়েছে।বিহারটির মধ্যবর্তী উন্মুক্ত চত্বরে ক্রুশাকৃতির কেন্দ্রীয় মন্দির রয়েছে।উত্তর বাহুর মধ্যবর্তী স্থানে বিশাকার প্রবেশ পথ রয়েছে।প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধানের ফলে এ বিহারে ছয়টি নির্মাণ পর্বের নিদর্শন আবিষ্কৃত হয়েছে।তাম্রলিপি থেকে প্রাপ্ত তথ্যানুসারে,মূল বিহারটি দেব বংশের চতুর্থ রাজা ভবদেব কর্তৃক আনুমানিক অষ্টম শতাব্দীতে নির্মিত।কেন্দ্রীয় মন্দিরের চারদিকে এবং বিহার চত্বরের অভ্যন্তরে ও বাহিরে ছোট বড় আরও কিছু সংখ্যক মন্দির ও স্কুপের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। মূলত এ বিহারটি প্রাচীন সমতট জনপদের ধর্ম এবং বিদ্যা অনুশীলনের পাদপীঠরূপে পরিণত হয়েছিল।
ময়নামতি।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: