ইশান ভাই আজতো আমাদের ফুলসজ্জা প্লিজ আজ অন্তত তোমার রুমটাতে থাকতে দাও।আমি কাল থেকে বারান্দায় শুবো।
Автор: ছোট গল্প
Загружено: 2025-11-10
Просмотров: 1764
ইশান ভাই আজতো আমাদের ফুলসজ্জা প্লিজ আজ অন্তত তোমার রুমটাতে থাকতে দাও।আমি কাল থেকে বারান্দায় শুবো।তোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই ভালো হবে তুই যদি এই রুম থেকে চলে যাস।--প্লিজ ভাইয়া এমন করোনা।আমি তো বললাম আমি কাল থেকে আর তোমার রুমে শুবোনা।বাসায় অনেক অথিতিরা আছে বড় একটা সিন ক্রিয়েট হয়ে যাবে।--সিন ক্রিয়েটের কথা তুই বলছিস আরশি।তুই এসব বুঝিস৷ যাইহোক আমি এতকিছু জানিনা তুই এইরুম ছেড়ে চলে যাবি মানে চলে যাবি ব্যস৷
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: