মাসিক অবস্থায় মৃত্যু হলে তা খারাপ মৃত্যু? শায়খ আহমাদুল্লাহ | Shaikh Ahmadullah
Загружено: 2025-11-18
Просмотров: 326
মাসিক অবস্থায় মৃত্যু হলে তা কি খারাপ মৃত্যু? ইসলামে এর হুকুম কী – এ বিষয়টি নিয়ে অনেকের মনে ভয় ও ভুল ধারণা কাজ করে। এই ভিডিওতে জনপ্রিয় দাঈ ও স্কলার শায়খ আহমাদুল্লাহ حفظه الله কুরআন ও সহীহ হাদীসের আলোকে এ বিষয়ে পরিষ্কার ও হৃদয়কে শান্তি দেওয়ার মতো উত্তর দিয়েছেন।
শায়খ আহমাদুল্লাহর সংক্ষিপ্ত পরিচয়:
শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের পরিচিত একজন ইসলামী বক্তা, গবেষক ও দাঈ। তিনি দেশে-বিদেশে অসংখ্য ইসলামী সেমিনার, দাওয়াতি প্রোগ্রাম ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেছেন। কুরআন-সুন্নাহভিত্তিক সুন্দর উপস্থাপনা, ভারসাম্যপূর্ণ চিন্তা ও সহনশীল ভাষার কারণে তিনি তরুণ প্রজন্মসহ সব শ্রেণির মানুষের কাছে সমাদৃত। তিনি বিভিন্ন সামাজিক ও আকীদাগত বিভ্রান্তি দূর করতে দলীলভিত্তিক আলোচনা করে থাকেন।
ভিডিওতে যা আলোচনা হয়েছে:
মাসিক (হায়েজ) অবস্থায় থাকা অবস্থায় কোনো বোনের মৃত্যু হলে তা কি “খারাপ মৃত্যু” ধরা হয়?
মাসিক রক্ত কি নাপাক হওয়ার কারণে মৃত্যুর মানকে প্রভাবিত করে?
ইসলামে “হুসনুল খাতিমা” (সুসমাপ্ত মৃত্যু) কাকে বলে?
মাসিক অবস্থায় ইবাদত, নামাজ, রোজা, তাওবা ও দোয়ার বিষয়টি কীভাবে দেখা হয়?
মানুষের মৃত্যু ভালো–খারাপ হওয়ার আসল মানদণ্ড কী – ঈমান, আমল ও শেষ অবস্থা সম্পর্কে কুরআন ও হাদীসের আলোচনা।
মাসিক অবস্থায় মৃত্যু নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কারের সংশোধন।
এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন—
মাসিক একটি স্বাভাবিক শারীরিক অবস্থা, এটা কোনোভাবেই “খারাপ মৃত্যু” বা আল্লাহর গজবের নিদর্শন নয়; বরং ঈমানের উপর সুন্দরভাবে মৃত্যু হওয়াই হলো সত্যিকারের ভালো মৃত্যু।
👉 ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনার ভুল ধারণা দূর হবে এবং আল্লাহর রহমতের ব্যাপারে আপনার আশা আরও বাড়বে।
👉 ভিডিওটি উপকারী মনে হলে পরিবার, বন্ধু ও পরিচিতদের সঙ্গে শেয়ার করুন।
✅ আমাদের চ্যানেলটি Subscribe করে পাশের 🔔 বেল আইকনটি অন করে রাখুন – নতুন নতুন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও ইসলামী আলোচনার ভিডিও সবার আগে পেতে।
#ShaikhAhmadullah #মাসিক_অবস্থায়_মৃত্যু #খারাপ_মৃত্যু #ইসলামী_প্রশ্নোত্তর #IslamicQuestionAnswer #BanglaWaz #বাংলা_দাওয়াহ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: