তুরাগ নদী : গাজীপুরের আশির্বাদ নাকি অভিশাপ !! Documentary of Turag River
Автор: Bioscope Entertainment
Загружено: 2022-09-15
Просмотров: 44615
নদীমাতৃক এই বাংলাদেশের সৃষ্টি হয়েছিল হিমালয় থেকে ছুটে আসা অসংখ্য নদ নদীর প্রবাহ থেকে। একটা সময় ছিল যখন নদীকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটত। নদীর পাড়ের মানুষের জীবন ও জীবিকা নিয়ে তৈরি হয়েছিল গান. কবিতা, উপন্যাস ও চলচিত্র। সময়ের বিবর্তনে আজ সবই অতীত।
দেশের অনেক নদীই আজ তার ঐতিহাসিক নাম হারিয়ে যেন এক নামে উপনীত হয়েছে—সেটি হলো ‘মরা নদী!’ সেই সব মরণাপন্ন নদীর একটি তুরাগ। দখল, ভরাট আর দূষণে ‘নিখোঁজ’ হতে চলেছে তুরাগ নামের এই নদটি!
তুরাগ নদী বাংলাদেশের ঢাকা ও গাজীপুর জেলা র একটি নদী। তুরাগ নামের নদীটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশী নদী থেকে উত্পন্ন হয়ে ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে এসে দুটি ধারায় ভাগ হয়েছে। এর মূল শাখাটি আমিনবাজার হয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ছে। অন্যদিকে তুরাগের আরেকটি শাখা বিরুলিয়া থেকে আশুলিয়া-টঙ্গী হয়ে বালু নদে গিয়ে মিশেছে। বর্তমানে গাজীপুর সদর, কাশিমপুর, মনিপুর, টঙ্গী ও কোনাবাড়ি বিসিকে গড়ে উঠা বিভিন্ন শিল্প কারখানার দূষিত তরল বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে তুরাগ নদে।
এই তুরাগ নদী নিয়েই আমাদের আজকের আয়োজন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: