কোকোপিট তৈরি। কোকোপিট তৈরির পদ্ধতি। How to make Coco peat at home ।
Автор: ARUN MANDAL grower
Загружено: 2020-12-30
Просмотров: 10097
@arunmandalgrower
কোকোপিট তৈরি। কোকোপিট তৈরির পদ্ধতি। how to make Coco peat at home।
মূলত নারিকেল এর ছিবড়া দিয়ে কোকোপিট তৈরি হয়।ছিবড়ার মধ্যে যে নরম অংশ থাকে তার ডাস্ট দিয়ে কোকোপিট তৈরি হয় আর যে আ৺শ থাকে ওটা দিয়ে কাতা তৈরি হয়। আমি এখানে নরম ও আ৺শ অংশ ভালো করে কাঁচি দিয়ে কুচি কুচি করে নিয়েছি। আবার ছিবড়ার ওপরে যে শক্ত অংশ থাকে ওটা ছোট ছোট করে কেটে গাছের গোড়ায় দেওয়া যায় তবে উইপোকা থেকে সাবধান কারণ এটা উইপোকার ভালো খাদ্য। আমি কাঁচি দিয়ে কেটে নেওয়ার পর চালুনি দিয়ে চেলে নিয়েছি। প্লাস্টিকের গ্লাসে রেখে ছয় ঘণ্টা মত জলে ভিজিয়ে রেখেছিলাম। তার পর জল ঝরিয়ে কোকোপিট গুলো বের করেছি। এই পদ্ধতিতে আপনিও বাড়িতে কোকোপিট তৈরি করতে পারেন খুব সহজেই। আবার এটা কাঁচা নারিকেল এর ছিবড়া দিয়ে ও তৈরি করা যায়।
ধন্যবাদ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: