ইনভাইটেশন লেটার ছাড়া কি আসলেই তানজানিয়ার ভিসা পাওয়া সম্ভব? || Tanzania visa from Bangladesh
Автор: Explore With Nipu
Загружено: 2025-09-06
Просмотров: 527
আমার পরবর্তী গন্তব্য আফ্রিকা মহাদেশ 🌍 এর মধ্যে অন্যতম দেশ হলো তানজানিয়া 🇹🇿
ভিসা করতে যা যা লাগবে
1. ইনভাইটেশন লেটার ( ইনভাইটেশন কিনে নিতে হয়, আমিও এক লোকাল এজেন্সি থেকে নিয়েছি- তানজানিয়া ইমিগ্রেশন ভিসা ইস্যু করার আগে যে কম্পানি বা ব্যাক্তি আপনাকে ইনভাইটেশন দিয়েছে তাকে অনেক সময় কল করে ভেরিফাই করা করে নিবে, আবার যেদিন এন্ট্রি নিবেন , সেদিনও তার সাথে যোগাযোগ করা হবে, তাই ফ্লাইটের আগে সেই এজেন্সি কে ইনফর্ম করে রাখা উচিৎ)
2. পাসপোর্ট বায়ো পেজ (স্ক্যান কপি)
3. পাসপোর্ট সাইজ ছবি JPG
4. রিটার্ন এয়ার টিকিট ও হোটেল বুকিং
5. ভিসা ফি 50 USD + Online fee 5 = 55 USD
6. সময় লাগে: সাধারণত ৭–৮দিন
7. মেইল (চেক করে ইনপুট দিবেন, ভিসা মেইলেই আসবে, ভুল মেইল দিলেও সমস্যা নাই, সাইট থেকে ডাউনলোড কিরে নামাতে পারবেন)
7. ওয়েবসাইট visa.immigration.go.tz
🏆 তানজানিয়ার কিছু হাইলাইটস যায়গা...
🌴 Zanzibar – ভারত মহাসাগরের স্বর্গীয় দ্বীপ, সাদা বালির সৈকত, মশলার দ্বীপ নামে খ্যাত।
🦁 Serengeti National Park – আফ্রিকার সবচেয়ে বিখ্যাত সাফারি স্পট, “Great Migration” দেখার অন্যতম জায়গা।
🌋 Ngorongoro Crater – ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, আগ্নেয়গিরির গহ্বরের মধ্যে অসংখ্য প্রাণীর বাস।
⛰️ Mount Kilimanjaro – আফ্রিকার সর্বোচ্চ পর্বত; ট্রেকিং প্রেমীদের স্বপ্নের গন্তব্য।
🐘 Tarangire & Lake Manyara – হাতি, জিরাফ আর ফ্লেমিঙ্গো দেখার জন্য দারুণ জায়গা।
🌍 তানজানিয়া: মানবজাতির আঁতুড়ঘর
আমরা সাধারণত তানজানিয়া নাম শুনলেই ভাবি Serengeti, Kilimanjaro আর Zanzibar-এর কথা। কিন্তু এই দেশটাই আবার মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন নিদর্শনের জন্য বিখ্যাত।
👉 প্রায় ৪.৫ মিলিয়ন বছর (সাড়ে চারশ কুটি বছর) আগে যে আদিম মানুষের অস্তিত্ব ছিল, তার সরাসরি প্রমাণ মিলেছে তানজানিয়ায়।
📍 Olduvai Gorge (Ngorongoro আর Serengeti’র মাঝামাঝি)
এখানেই প্রত্নতাত্ত্বিক Louis Leakey দম্পতি খুঁজে পান Homo habilis আর Australopithecus প্রজাতির মানুষের ফসিল।
এ কারণে একে বলা হয় – “Cradle of Mankind” (মানবজাতির আঁতুড়ঘর)।
📍 Laetoli Footprints
প্রায় ৩.৬ মিলিয়ন বছর আগের মানুষের হেঁটে যাওয়া পদচিহ্ন এখনো মাটির নিচে সংরক্ষিত আছে। আগ্নেয়গিরির ছাইয়ের উপর জমে এগুলো ফসিল হয়ে গেছে।
ভাবুন তো – আজ থেকে কয়েক মিলিয়ন বছর আগে মানুষ হেঁটেছিল যেদিকে, সেই পদচিহ্ন এখনো টিকে আছে!
🎒 আনুমানিক বাজেট তানজানিয়া +/- 🇹🇿
৭ দিনের ব্যাকপ্যাকার প্ল্যান....
Day 1: Nairobi → Arusha
🚌 নাইরোবি থেকে Namanga বর্ডার হয়ে বাসে আরুশা যাত্রা (৫–৬ ঘণ্টা)।
🛂 বর্ডারে ইমিগ্রেশন + ভিসা চেক।
🏨 বাজেট গেস্টহাউসে থাকা ($15)।
💰 খরচ: বাস $25–30
Day 2: Serengeti Safari (গ্রুপ)
🦁 গ্রুপ শেয়ার্ড সাফারি নিন, খরচ ভাগ হয়ে কমবে।
💰 খরচ: $180–200
Day 3: Ngorongoro Crater Safari (গ্রুপ)
🌋 বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরির ক্রেটার, ভেতরে পুরো সাফারি জোন।
💰 খরচ: $150–180
Day 4: Kilimanjaro Day Hike
⛰️ Marangu রুট ধরে Mandara Hut পর্যন্ত ডে হাইক – ব্যাকপ্যাকারদের জন্য পারফেক্ট।
💰 খরচ: $80–100
Day 5: Arusha → Dar es Salaam (Night Bus)
🚌 ~১০–১২ ঘণ্টার রাতভর বাস, হোটেল খরচ সেভ।
💰 খরচ: $25–30
Day 6: Zanzibar Entry (Stone Town + Spice Tour)
⛴️ Dar থেকে ফেরি (~২ ঘণ্টা)।
🛂 Zanzibar এ ঢুকতে আলাদা ইমিগ্রেশন চেক হয় → পাসপোর্টে নতুন সিল পড়ে।
💵 Entry/Permit Fee ~৫০ USD।
⚠️ এখানে অনেক সময় ট্যুরিস্টদের সাথে স্ক্যাম হয়, তাই গ্রুপে যাওয়া নিরাপদ।
💰 ফেরি $35 + Permit $50 + Tour $20 + হোস্টেল $15
Day 7: Zanzibar Beach (Nungwi/Kendwa) → Return
🏝️ সকালে বিচ উপভোগ → দুপুরে ফেরি করে Dar।
🚌 Dar থেকে Nairobi বাস বা নেক্সট ডেস্টিনেশন (South Africa / Zambia) ফ্লাইট।
💰 ফেরি $35 + বাস $30
💰 খরচের ব্রেকডাউন (প্রতি জন – ব্যাকপ্যাকার)
• ভিসা (Tanzania eVisa): $55
• Zanzibar Entry/Permit: $50
• বাস (Nairobi–Arusha–Dar–Nairobi): ~$85
• ফেরি (Dar ↔ Zanzibar): $70
• Safari (Serengeti + Ngorongoro – গ্রুপ): ~$350
• Kilimanjaro Day Hike: ~$90
• থাকা (৬ রাত × $15): ~$90
• খাবার (লোকাল, দিনে $8–10 × ৭ দিন): ~$60
👉 মোট আনুমানিক: $860–900 USD (৭ দিনে ফুল এক্সপেরিয়েন্স)।
✈️ ভ্রমণ রুট প্ল্যান
• ঢাকা → Nairobi (ইস্ট আফ্রিকা ভিসা অথবা Kenya eVisa নিয়ে) → বাই রোডে Tanzania → Safari + Zanzibar → আবার Nairobi হয়ে ঢাকা।
• অথবা Tanzania থেকে নেক্সট ডেস্টিনেশন নিতে পারেন South Africa / Zambia।
• মুলত ঢাকা ↔ Tanzania ডাইরেক্ট ফ্লাইট অনেক এক্সপেন্সিভ, তাই কেনিয়া হয়ে ঢোকা-ফেরাই সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি ( অনেকগুলো দেশ একসাথে ট্রাভেলিং এর সময় চেষ্টা করি ফ্লাইট,ট্রান্সপোর্ট,হোটেল, ফুড এসবে যাতে কম খরচ করা যায় )
🔑 বাজেট টিপস
• Safari অবশ্যই গ্রুপ শেয়ার্ড জিপে করুন।
• Night Bus নিলে হোটেল খরচ সেভ হয়।
• Zanzibar এ অফিসিয়াল কাউন্টার থেকে টিকিট কাটুন → স্ক্যাম এড়িয়ে চলুন।
• Local খাবার (চাপাটি, পিলাউ, উগালি) খেলে খরচ অনেক কম।
👉 ৭ দিনে এই প্ল্যান করলে Serengeti, Ngorongoro, Kilimanjaro আর Zanzibar সব একসাথে কাভার করা যায় সাশ্রয়ী খরচে। এই খরচ আনুমানিক , দিন কমালে , ইভেন্ট কমালে খরচ আরো কমবে। ৪/৫ দিনের ট্রিপে মিনিমাম ৩০০ ডলার বাজেট রাখতেই হবে।
তানজানিয়া তাই শুধু ট্রাভেল ডেস্টিনেশন না, এটা পৃথিবীর মানব ইতিহাসের শুরু দেখার জায়গা।
আফ্রিকা ভ্রমণে গেলে Serengeti, Kilimanjaro, Zanzibar-এর সাথে Olduvai Gorge আর Laetoli অবশ্যই রাখা উচিত।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: