শ্রী চৈতন্য মহাপ্রভুর আদিভিটা, ঢাকা দক্ষিণ, সিলেট || Dhaka Dakshin Dham, Sylhet || Bapon Singha
Автор: Bapon Singha
Загружено: 2025-01-17
Просмотров: 12660
শ্রী চৈতন্য মহাপ্রভুর আদিভিটা, ঢাকা দক্ষিণ, সিলেট || Dhaka Dakshin Dham, Sylhet || Bapon Singha
সিলেটের গোলাপগঞ্জের উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামে ভারতীয় উপমহাদেশের বৈষ্ণবসম্প্রদায়ের প্রবর্তক শ্রী চৈতন্য দেবের পৈতৃক নিবাসে মন্দিরটি অবস্থিত; যা হিন্দু ধর্মালম্বীদের নিকট তীর্থস্থান।
অষ্টাদশ শতকের মধ্যভাগে তৎকালীন সিলেটের গোলাব রায়ের উদ্যোগে এখানে একটি মন্দির নির্মীত হয়। এটি হিন্দু ধর্মালম্বীদের নিকট একটি ঐতিহাসিক তীর্থস্থান হিসেবে পরিচিত। প্রতিবছর এখানে তীর্থস্থান পরিদর্শনে অসংখ্য পর্যটক আসেন।
শ্রী চৈতন্য দেবের দাদা শ্রী উপেন্দ্র মিশ্রের বাড়ি ছিল ঢাকা দক্ষিণের মিশ্রপাড়ায় যেখানে তার পিতা শ্রী জগন্নাথ মিশ্র এবং মাতা শচীদেবী বিবাহ পরবর্তী সময়ে বসবাস করতেন। বিবাহের কিছু দিন পর শচীদেবীর গর্ভবতী হলে তার দিদিমা স্বপ্নে দেখেন যে এই সন্তান হচ্ছেন স্বয়ং ভগবান; তবে শচীদেবীর সন্তান যেন অন্যত্র ভূমিষ্ঠ হয়। তাই তিনি শ্রী জগন্নাথ মিশ্র এবং শচীদেবীকে নবদ্বীপে পাঠিয়ে দেন ও বলেন যেন তার নাতি তার সাথে দেখা করতে আসেন। ফলে শ্রী চৈতন্য দিদিমার কথা রক্ষার্থে ঢাকা দক্ষিণে এসেছিলেন।
শ্রী চৈতন্য মহাপ্রভু তার দিদিমার কথা রক্ষার জন্য ঢাকা দক্ষিণে আসেন এবং সেখানে ২ দিন অবস্থান করেন। যদিও কেউ তথ্য-প্রমাণ দিয়ে বলতে পারেন না যে তিনি ঠিক কবে এখানে এসেছিলেন; তবে ধারণা করা হয় যে সেটি চৈত্র মাসের কোন এক রবিবার ছিলো। তাই প্রতি বছর চৈত্র মাসে তার আগমন উপলক্ষে এখানে উৎসবের আয়োজন করা হয়। মাসব্যাপী চলমান এই উৎসবে মেলা, সংকীর্তন, পূঁজা প্রভৃতির ব্যবস্থা করা হয়।
My Facebook Link: facebook.com/Bapon-Singha-581937295824660/
Music: Raga Legacy - Hanu Dixit (YouTube Audio Library)
#hakaDakshinDham
#hakaDakshinSylhet
#শ্রীচৈতন্যমহাপ্রভুরআদিভিটা
#ঢাকাদক্ষিণসিলেট
#শ্রীচৈতন্যমহাপ্রভুরআদিভিটাঢাকাদক্ষিণসিলেট
#শ্রীচৈতন্যমহাপ্রভু
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: