ভাঙা হাড় জোড়া দেওয়ার আঠা !
Автор: Ki Keno Kivabe
Загружено: 2026-01-17
Просмотров: 21176
ডাইভেনশন ম্যাগাজিন: https://trsp.link/trspmagazines
কূপন কোড: KiKenoKivabe10
প্রতি বছর সারা বিশ্বে আনুমানিক ১৭ কোটি ৮০ লক্ষ মানুষের হাড় ভাঙে। তারমানে সমগ্র বাংলাদেশের জনস্যংখ্যার সমান সংখ্যক মানুষ হাড় ভাঙার সমস্যায় পড়ছে নিয়মিত। তরুণ এবং মধ্যবয়সীদের মধ্যে দীর্ঘমেয়াদি অক্ষমতার অন্যতম প্রধান কারণ হলো হাড় ভাঙা। আর বয়স্কদের ক্ষেত্রে এটি মৃত্যুরও একটি বড় কারণ হয়ে দাঁড়ায়।
আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ভাঙা হাড় জোড়া লাগানো এখনো একটি গোলক ধাঁধার মত বিষয়। অধিকাংশ সময়ই ভাঙা হাড়ের চিকিৎসা অত্যন্ত জটিল এবং সমস্যায় ভরা। আর হাড় যদি খুব খারাপভাবে ভাঙে, তাহলে রোগীর জীবনই শেষ।
সাম্প্রতিক সময়ে চীনের একদল বিজ্ঞানী ভাঙা হাড় জোড়া দেওয়ার জন্য অবিশ্বাস্য রকমের এক আঠা তৈরী করেছেন, যার নাম Bone02। এই আঠা মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যেই জোড়া দিতে সক্ষম।
ভাঙা হাড় জোড়া দেওয়া কতটা কঠিন এবং হাড় জোড়া দেওয়ার আঠা আবিষ্কার কেন এতটা গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়ে আলোচনা করা হবে কিকেনকিভাবে-র এই পর্বে।
00:00 ভূমিকা
01:27 ভাঙা হাড়ের চিকিৎসা
02:44 হাড়ের আঠার জন্মকথা
04:18 Bone02 কীভাবে কাজ করে
কিকেনকিভাবে র ফেসবুক পেইজেও নিয়মিত সকল ভিডিও প্রকািশিত হচ্ছে। কিকেনকিভাবে র ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন।
ফেসবুক পেজ: / kikenokivabe
💡 সাবস্ক্রাইব করুন: https://goo.gl/sBmcKv
🔔বেল আইকন ক্লিক করুন🔔
💡 আমাদের ওয়েব সাইট ঘুরে আসুন:
▶ https://kikenokivabe.com/
⚠ এই ভিডিওতে প্রচারিত সকল তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট / বই / জার্নাল / ম্যাগাজিন / জাতীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যম / প্রামাণ্যচিত্র থেকে সংগৃহীত।
⚠ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। কিছু দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরী করা হয়েছে।
⚠ এই ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন ধরনের প্রচার মাধ্যমে বিতরণ করবেন না।
CONTACT US:
✉ email: kikenokivabe.infotainment@gmail.com
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: