বুমেরাং -ব্যর্থ হলো চরমোনাইর ষড়'য'ন্ত্র | জামাতের খেলায় রাজনীতিতে তোলপাড় |
Автор: দেশ কথন
Загружено: 2026-01-16
Просмотров: 9334
জামায়াতের নেতৃত্বাধীন জোট ছাড়ার পর থেকেই চরমোনাই পীরের অনুসারীদের পক্ষ থেকে জামায়াতের বিরুদ্ধে পুরনো কৌশলে মিথ্যা প্রোপাগান্ডা ও অপবাদ শুরু হয়েছে। ক্ষমতার রাজনীতিতে নিজেদের অবস্থান দুর্বল হয়ে পড়তেই চরমোনাই আবারও সেই চেনা মিথ্যাচার, তহমত ও ষড়যন্ত্রের পথে হাঁটছে বলে অভিযোগ উঠছে।
এই ভিডিওতে দেখানো হয়েছে—কীভাবে হঠাৎ করেই জামায়াতকে “আল্লাহর আইন থেকে সরে এসেছে” বলে অভিযুক্ত করা হচ্ছে, অথচ এতদিন একই জোটে থেকে এসব বিষয়ে কোনো আপত্তি ছিল না। গাজী আতাউর রহমানের বক্তব্য, টকশোতে দেওয়া মন্তব্য এবং সংবাদ সম্মেলনের ভাষা বিশ্লেষণ করলে স্পষ্ট হয়—এগুলো রাজনৈতিক বাস্তবতা থেকে পালানোর কৌশল মাত্র।
বিশ্লেষণে উঠে এসেছে কয়েকটি সম্ভাবনা—
🔹 ১৯ তারিখের মধ্যে ভিন্ন নামে বা ভিন্ন কৌশলে আবার জামায়াতের সাথেই সমঝোতা
🔹 অন্য কোনো দলকে নিয়ে নতুন জোট গঠনের ব্যর্থ চেষ্টা
🔹 অথবা শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের সিদ্ধান্ত
চরমোনাই এককভাবে ২৬৮ আসনে নির্বাচনের ঘোষণা দিলেও বাস্তবতায় কোনো আসনে জামানত রক্ষা হবে কি না—সে প্রশ্ন থেকেই যায়। অতীতের ডাকসু ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে চরমোনাইয়ের অস্তিত্ব প্রায় অনুপস্থিত ছিল, যা তাদের বর্তমান দাবিকে আরও প্রশ্নবিদ্ধ করে।
ভিডিওতে আরও আলোচনা করা হয়েছে—ইসলামী রাজনীতি, গণতান্ত্রিক নির্বাচন, প্রচলিত আইন বনাম শরীয়াহ বাস্তবায়নের বাস্তবতা এবং কেন হঠাৎ করেই এই বিতর্ককে সামনে আনা হচ্ছে। চরমোনাই আদৌ নির্বাচনে থাকবে, নাকি নির্বাচন বানচালের কোনো গভীর ষড়যন্ত্রে জড়াবে—সে দিকেও নজর দেওয়া জরুরি।
#jamaat
#চরমোনাই
#জামায়াত_ইসলামী
#ইসলামী_আন্দোলন
#মিথ্যা_প্রোপাগান্ডা
#রাজনৈতিক_বিশ্লেষণ
#নির্বাচন_২০২৬
#বাংলাদেশ_রাজনীতি
#IslamicPolitics
#BangladeshPolitics
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: