কম খরচে পুরো কক্সবাজার ঘুরার উপায়। Cox's Bazar tour 2025
Автор: Chandpur blogs
Загружено: 2025-08-20
Просмотров: 555
Cox’s Bazar and Marine Drive full tour 2025.
এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সহজে কক্সবাজারের সবগুলো স্পট ঘুরে আসা যায়।
প্রথমে আমরা জনপ্রতি ৯৫০ টাকা করে রাতের বাসে কক্সবাজার চলে যাই। বাসটি ভোরে কক্সবাজারের ডলফিন মোড়ে আমাদের নামিয়ে দেয়। তারপর সকালে সেখান থেকে আমরা চলে যাই সুগন্ধা বিচের পাশে থাকার হোটেলের সন্ধানে। ৩০০০ টাকা দিয়ে ১দিনের জন্য আমরা তিনটি রুম ভাড়া করি। হোটেলে কিছুক্ষন বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে আমরা জনপ্রতি ১০০ টাকা দিয়ে সকালের নাস্তা খেয়ে ৫৮০০ টাকা দিয়ে একটি চান্দের গাড়ি ভাড়া করি পুরো দিনের জন্য। এটি আমাদের মেরিন ড্রাইভ রোডের সবগুলো স্ফট ঘুরে দেখায়। আমরা প্রথমে দেখি শাহপরীর দ্বীপ। তারপর ঘুরি জেটিঘাট,টেকনাফ জিরো পয়েন্ট, পাটুয়ারটেক,ইনানি, লাল কাঁকড়ার দ্বীপ,ঝাউবন। সবশেষে হিমছড়িতে উঠে দেখি সমুদ্রের উপর সূর্যাস্ত।
এরপর আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে রা#তের খাবার খেয়ে সুগন্ধা বিচে গিয়ে রাতের সমুদ্র উপভোগ করি। পরের দিন সকালে আমরা সমুদ্রে গোসল করে,খাওয়া দাওয়া ও কেনা কাটা করে দুপুর ১২.৩০ এ বাসে উঠে রাত ১২ টার মধ্যে বাসায় ফিরে আসি।
#cox'sbazartour #coxsbazar #marindrive #কক্সবাজার #cox #travel #202
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: