মৃত্যুর সময় আজরাইল কত ভয়াবহ যন্ত্রণা দিয়ে জান কবজ করে | মাওলানা আমিনুদ্দিন সাহেব | কবরের ওয়াজ 2026
Автор: Majuria Tv
Загружено: 2026-01-12
Просмотров: 6543
আসসালামু আলাইকুম,
মাজুরিয়া টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা নিয়ে এসেছি প্রখ্যাত বক্তা মাওলানা আমিনুদ্দিন সাহেবের এক হৃদয়স্পর্শী নতুন ওয়াজ।
আজকের আলোচনার মূল বিষয়: মৃত্যুর ভয়াবহ যন্ত্রণা এবং হযরত আজরাইল (আ.)-এর জান কবজ করার কঠিন মুহূর্ত। প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু সেই সময়টি কতই না কঠিন হবে! কবরের প্রথম রাত এবং মৃত্যুর পরের ভয়াবহতা নিয়ে মাওলানা আমিনুদ্দিন সাহেব অত্যন্ত সুন্দর ও সতর্কতামূলক আলোচনা করেছেন। ঈমান আমল ঠিক করার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল।
আলোচনার বিষয়বস্তু:
এই ওয়াজ মাহফিলে মাওলানা আমিনুদ্দিন সাহেব অত্যন্ত আবেগঘন কণ্ঠে মৃত্যুর বাস্তবতা তুলে ধরেছেন। আলোচনার মূল অংশগুলো হলো:
১. মৃত্যুর আগাম বার্তা: তিনি জানান যে, মৃত্যুর ৪০ দিন আগে আল্লাহর আরশের কাছে থাকা সিদরাতুল মুনতাহা গাছের পাতা ঝরে পড়ে, যার মাধ্যমে মালাকাল মাউত জানতে পারেন কার মৃত্যু ঘনিয়ে এসেছে [00:20]। মানুষের দাড়ি সাদা হওয়া বা শারীরিক শক্তি কমে যাওয়া আসলে আল্লাহর পক্ষ থেকে আসা মৃত্যুর 'চিঠি' বা সংকেত [01:05]।
২. আজরাইলের ভয়াবহ রূপ: হযরত ইব্রাহিম (আ.) যখন মালাকাল মাউতকে তার ভয়ংকর রূপে দেখতে চেয়েছিলেন, তখন সেই রূপ দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আজরাইলের চোখ দিয়ে আগুন বের হওয়া এবং মাথার চুল খাড়া হয়ে যাওয়ার সেই বর্ণনাটি অত্যন্ত শিহরণজাগানিয়া [02:14]।
৩. ঈমান ও ভালোবাসা: ভিডিওর শেষের দিকে মাওলানা সাহেব ঈমানের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, শুধু নামাজ-রোজা বা জুব্বা পরা ঈমান নয়, বরং রাসূল (সা.)-কে নিজের জান ও মালের চেয়ে বেশি ভালোবাসাই হলো প্রকৃত ঈমান [01:28:32]। তিনি জোর দিয়ে বলেন যে, দলিল দিয়ে নয়, বরং মনের গভীর প্রেম দিয়ে নবীকে চিনতে হয় [01:29:55]।
মৃত্যুর কঠিন যন্ত্রণা ও জান কবজের দৃশ্য।
আজরাইল (আ.)-এর আগমন।
কবরের আযাব ও কবরের ভয়াবহত।
গুনাহগার ব্যক্তির করুণ পরিণতি।
নেককার বান্দার জান কবজের দৃশ্য।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মুসলিম ভাই-বোনদের সতর্ক করার জন্য শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্বীনের সাথেই থাকুন।
(Disclaimer):
This video is produced by Majuria TV for the purpose of Islamic education and spreading religious awareness. The content is based on Islamic lectures and is intended to inspire faith and morality. All rights reserved by Majuria TV. Re-uploading this video on any other platform is strictly prohibited and may result in a copyright strike.
(Hashtags): #মৃত্যুর_যন্ত্রণা
#MajuriaTV #মাওলানা_আমিনুদ্দিন #কবরের_ওয়াজ #NewWaz2026 #আজরাইল #IslamicLecture #IslamicMotivation #মরনের_যন্ত্রণা
🔔 নতুন নতুন ইসলামিক ভিডিও, ওয়াজ মাহফিল এবং আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: