যেসব সমস্যার সমাধান মেলে নারিকেল তেল ব্যবহারে । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2023-05-26
Просмотров: 124364
নারিকেল তেল এমন একটি জিনিস, যার নাম শুনলেই আমাদের সবার মাথায় আসে চু্ল কেন্দ্রিক কোন ভাবনা। আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে, চুল ছাড়া নারিকেল তেলের আর কোনো ব্যবহার নেই।
কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রা্ বর্তমান সময়ের নানা গবেষণা বলছে, নারিকেল তেল শুধু চুলের জন্যই নয় বরং এই তেলের রয়েছে আরো অনেক ব্যবহার। এটি এমন একটি তেল যা আমাদের শরীর ও ত্বকের স্বাস্থ্য সুরক্ষিত রাখতেও বেশ উপকারী।
বাজারে খোঁজ করলে আপনি খাবার উপযুক্ত নারিকেল তেল পেয়ে যাবেন। প্রতিদিন এ তেল খেলে তা আপনার শরীরের এনার্জি বৃদ্ধি করবে। অন্যদিকে নারিকেল তেল আপনার মস্তিষ্ককে রিল্যাক্স করতে সহায়তা করে। তবে যে তেল রান্নায় ব্যবহার করছেন তা যেন বিশুদ্ধ নারিকেল তেল হয় তা অবশ্যই খেয়াল রাখবেন।
কখনও কখনও হঠাৎ করেই আমাদের হাত বা দেহের অন্য কোনো অংশ পুড়ে যেতে পারে। এরকম অবস্থায় সেই পুড়ে যাওয়া স্থানে কিছু পরিমাণ নারিকেল তেল ব্যবহার করলে উপকার পাওয়া যায়। পোড়া স্থানে এই তেল ব্যবহার করলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই জ্বালাপোড়া ভাবটা অনেকটাই কমে গেছে। তবে মনে রাখবেন পুড়ে যাওয়া স্থানে অতি দ্রুত নারিকেল তেল লাগাবেন না। বরং কিছুক্ষণ পর এই তেল ক্ষত স্থানে ব্যবহার করতে পারেন।
অন্যদিকে ত্বক ময়েশ্চারাইজ করতেও কিন্তু নারিকেল তেলের জুড়ি মেলা ভার। শীতের দিনে অনেকেই লোশনের পরিবর্তে ত্বকে নারিকেল তেল ব্যবহার করে থাকেন। এটি মূলত আমাদের ত্বকে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেই কাজ করে। নারিকেল তেলে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা আমাদের ত্বকের জ্বালাপোড়া এবং রিংকেল দূর করেতে ভূমিকা রাখে।
আবার গায়ের ব্যথা প্রশমিত করতে, অনিদ্রা দূর করতে, ত্বকের বলিরেখা প্রতিরোধ করতে বা হজমের সমস্যা দূর করতেও নারিকেল তেল খুবই কার্যকরি।
copyright © A BIJOY TV Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: