Dance Bangla Dance season 13 . Year 2025( DIAMOND)
Автор: Diamond Dance Academy
Загружено: 2025-10-13
Просмотров: 118
আজ আমার জীবনের এক বিশেষ দিন। এই প্রথমবার বাংলার সবথেকে বড় সেরা মঞ্চ, 'ডান্স বাংলা ডান্স'-এ পারফর্ম করার সুযোগ পেলাম। সত্যিই এটা আমার কাছে এক অসাধারণ অভিজ্ঞতা! দীর্ঘদিনের লালিত একটি বড় স্বপ্ন আজ সত্যি হল, যার জন্য আমি বহু বছর ধরে কঠোর পরিশ্রম করেছি।
আমার এই সাফল্যের পিছনে আমার শিক্ষক বা গুরুজনের রয়েছে অক্লান্ত পরিশ্রম ও অবদান, তাঁদের সঠিক দিকনির্দেশনা এবং অনুপ্রেরণা ছাড়া এই বিশাল মঞ্চে পারফর্ম করা কখনোই সম্ভব হতো না।
তবে সবথেকে বড় প্রাপ্তি বা "অ্যাচিভমেন্ট" হলো, মহাগুরু মিঠুন চক্রবর্তী স্যার, এবং সম্মানিত বিচারক মণ্ডলীর সদস্য শুভশ্রী ম্যাম, যীশু স্যার, অঙ্কুশ স্যার এবং কৌশানি ম্যামের সামনে নৃত্য পরিবেশন করা। মঞ্চে তাঁদের সান্নিধ্য পাওয়া এবং তাঁদের মূল্যবান মন্তব্য শোনা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ওঁনারা প্রত্যেকেই খুব ভালো মনের মানুষ এবং ব্যক্তিগতভাবে সত্যিই অত্যন্ত প্রেরণাদায়ক।
এই অসাধারণ যাত্রা শুরু করার সুযোগ দেওয়ার জন্য 'ডান্স বাংলা ডান্স'-এর পুরো টিমের কাছে আমি কৃতজ্ঞ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: