পাতলা চুলে পার্লারে কিভাবে ভলিউম স্টেট করা হয়. বেনি পাম্প কিভাবে করা হয়.Hairpum
Автор: Mind Blowing Beauty Parlour
Загружено: 2023-10-21
Просмотров: 17070
রিবন্ডিং/ পাম করার পর যেসব বিষয় মেনে চলতে হবেঃ
প্রথমত, চুল রিবন্ডিং অথবা স্ট্রেট করার পর আমরা অনেকেই চুল নিয়মিত আঁচড়াতে আলসেমি করি । এটা করা যাবে না । নিয়মিত মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়াতে হবে।
যারা প্রতিদিন বাইরে যান তারা সপ্তাহে দুই দিন অন্তর অন্তর আর যারা মোটামুটি বাসায়ই থাকেন তারা সপ্তাহে তিনদিন অন্তর অন্তর চুলে শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু ব্যাবহারের পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। কন্ডিশনার দিয়ে কমপক্ষে ৫ মিনিট চুলে রাখুন। আর কন্ডিশনার অবশ্যই চুলে লাগাবেন, খেয়াল রাখবেন চুলের গোঁড়ায় যেন না লাগে ।
চুলে সপ্তাহে ৩ দিন রাতে নারিকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল,আমন্ড অয়েল এবং ভিটামিন ই ক্যাপসুল একসাথে মিশিয়ে হালকা গরম করে লাগান। যারা তেল বেশিক্ষণ চুলে সহ্য করতে পারেন না তারা গোসলের আগে কমপক্ষে একঘন্টা রেখে ধুয়ে ফেলুন।
১৫ - ৩০ দিন অন্তর চুলে স্পা করুন।
চুলে প্রোটিন ট্রিটমেন্ট করুন দুই সপ্তাহ অন্তর।
চুলের আগা দুই মাস অন্তর কাটুন।
চুল কানের পেছনে দেওয়া থেকে বিরত থাকুন। চুল কানের পেছনে দিলে আপনার সামনের চুলে ভাঁজ পড়ে যায়।
সরাসরি সূর্যের তাপ, ধুলাবালি, বৃষ্টি যতটা সম্ভব এড়িয়ে চলুন।
চুলে বৃষ্টির পানি লাগলে যত দ্রুত সম্ভব চুল ধোয়ার চেষ্টা করবেন।
চুল রিবন্ডিং অথবা স্ট্রেইট করার পর চুলে মেহেদী বা হেনা ব্যবহারে বিরত থাকুন।
রিবন্ডিং অথবা স্ট্রেইট করার অন্তত দুই মাস আগ থেকেই মেহেদী বা হেনা ব্যবহার করবেন না।
রাতে শোয়ার সময় চুল গুছিয়ে শোবেন।
চুল হেয়ার ব্যান্ড দিয়ে হাল্কা করে বেঁধে ঘুমান।
চুলে বেণী অথবা বেণীর মতো হেয়ারস্টাইল করা থেকে বিরত থাকুন।
রিবন্ডিং চুলের যত্নে সতর্ক হোন ।
মনে রাখবেন রিবন্ডিং চুল আপনার স্বাভাবিক চুল নয় তাই এর যত্ন স্বাভাবিকের চেয়ে একটু বেশিই হবে ।
#beautyparlorcourse #hairpum #volumepum #straightpum
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: