রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ কেমন? বাংলাদেশের ২য় প্রতিষ্ঠিত আইবিএ এর একটি ট্যুর।
Автор: Yamin Hassan Mahdi
Загружено: 2025-12-18
Просмотров: 35
কেমন দেখতে বাংলাদেশের দ্বিতীয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট? চলুন ঘুরে আসি ২০০০ সালে ইনস্টিটিউট হিসেবে আত্মপ্রকাশ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ (IBA-RU) থেকে।
প্রতি বছর 'বি' ইউনিটে ফার্স্ট টাইমার ও সেকেন্ড টাইমার মিলিয়ে প্রায় ৩২,০০০ শিক্ষার্থী আবেদন করে। এদের মধ্যে ইংরেজিতে ৪০% এর অধিক নম্বর পাওয়া শিক্ষার্থীরা আইবিএ-র জন্য 'এলিজিবল' বলে গণ্য হয়। পরবর্তীতে মেধা তালিকার ভিত্তিতে মোট ৫০ জন শিক্ষার্থী এখানে পড়ার সুযোগ পায় (১৫ জন বিজ্ঞান, ২০ জন ব্যবসায় শিক্ষা এবং ৫ জন মানবিক বিভাগ)।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ দেশের দ্বিতীয় আইবিএ হলেও ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তাদের মূল ফোকাস ছিল উচ্চতর শিক্ষা ও এক্সিকিউটিভ এমবিএ-তে। ২০১৫ সাল থেকে তারা ব্যাচেলরস (BBA) প্রোগ্রাম শুরু করে।
নিজস্ব ভবন, সমৃদ্ধ লাইব্রেরি, খেলার মাঠ এবং একটি আদর্শ ইনস্টিটিউট হওয়ার সব সুযোগ-সুবিধা নিয়ে গত ২৫ বছর ধরে এগিয়ে যাচ্ছে রাবির আইবিএ। এখানে প্রতি সেমিস্টারে বিভিন্ন ইন্ডাস্ট্রির এক্সপার্টদের মাধ্যমে ক্লাস নেওয়া হয়। নিয়ম-শৃঙ্খলার ব্যাপারে যেমন আপসহীন, তেমনি এটি একটি অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস।
আলাদা কোনো অ্যাডমিশন সিলেবাস না থাকায় মূলত বিভাগীয় বিষয়ে দক্ষ শিক্ষার্থীরাই এখানে জায়গা করে নেয়। একটি ইউনিটের প্রথম ৫০ জনের মধ্যে থাকা যেমন ভাগ্যের বিষয়, তেমনি কঠিনও; তাই আলাদাভাবে রাবি আইবিএ-র জন্য খুব কম মানুষই প্রস্তুতি নেয়। ঢাকার বাইরে হওয়ায় এবং তথ্যের ঘাটতি থাকায় রাবি আইবিএ নিয়ে প্রচার বা 'হাইপ' কিছুটা কম হলেও এর শিক্ষার মান অত্যন্ত উন্নত।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: