রাতে ঘুমানোর আগে শুনে ঘুমানসূরা মুলক Surah Mulk Beautiful Quran Tilawat Alaa Aqel
Автор: Holy Book Quran
Загружено: 2025-11-18
Просмотров: 520
রাতে ঘুমানোর আগে সূরা মুলক (Surah Mulk) শুনে ঘুমানো একটি উত্তম অভ্যাস। এটি একটি সুরক্ষা ও বরকতের সূরা, যা মানুষের জন্য বিশেষ ফজিলতপূর্ণ। নিচে সূরা মুলকের আরবি লেখা এবং বাংলা উচ্চারণ দেওয়া হলো:
সূরা মুলক (Surah Mulk)
#### আরবি:
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ
الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا ۖ مَا تَرَىٰ فِي خَلْقِ الرَّحْمَٰنِ مِنْ تَفَاوُتٍ ۖ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَىٰ مِنْ فُطُورٍ
ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ
وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ ۖ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ
وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ الْمَصِيرُ
إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ
تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ ۖ كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ
قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ
وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ
فَاعْتَرَفُوا بِذَنْبِهِمْ فَسُحْقًا لِأَصْحَابِ السَّعِيرِ
إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ
وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ ۖ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ
#### বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
তাবারাকাল্লাজি বিয়াদিহিল মূলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।
আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা; ওয়া হুয়াল আজিজুল গাফুর।
আল্লাজি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা; মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতিন; ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতুর।
সুম্মার জিইল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির।
ওয়া লাকাদ জাইয়্যানাস সামাআদ দুনইয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ শায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম আজাবাস সাইর।
ওয়া লিল্লাজিনা কাফারু বিরাব্বিহিম আজাবু জাহান্নামা; ওয়া বিইসাল মাসির।
ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর।
তাকাদু তামাইয়্যাজু মিনাল গাইজ; কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির।
কালু বালা কাদ জাআনা নাজিরুন ফাকাযযদাবনা ওয়া কুলনা মা নাযযালাল্লাহু মিন শাইয়িন; ইন আন্তুম ইল্লা ফি দালালিন কবির।
ওয়া কালু লাও কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর।
ফাআতারাফু বিযানবিহিম ফাসুহকাল লি আসহাবিস সাইর।
ইন্নাল্লাজিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গাইবি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কবির।
ওয়া আসিরু কাউলাকুম আওয়িজহারু বিহি; ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর।
আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতিফুল খাবির।
ফজিলত:
সূরা মুলক পাঠ করলে বা শুনলে এটি কবরের আজাব থেকে রক্ষা করে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "সূরা মুলক কবরের আজাব থেকে মুক্তি দেয়।" (তিরমিজি)
রাতে ঘুমানোর আগে এটি পাঠ করা বা শোনা উত্তম, কারণ এটি মানুষের জন্য সুরক্ষা ও শান্তির মাধ্যম।
আপনি এটি শুনে বা পড়ে ঘুমাতে পারেন, এটি আপনার জন্য বরকত ও নিরাপত্তা বয়ে আনবে।
আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন @Holy_Book_Quran
সুরা মুলক
মূলক সূরা
সূরা
বাকারা
ঘুমানোর দোয়া
Subscribe now to. "@Holy_Book_Quran YouTube channel to get new videos
#quran_tilawat #সূরা_মূলক #surah_mulk
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: