আমার পথ-২ Amar Path-2 কাজী নজরুল ইসলাম-Kazi Najrul Islam
Автор: Omar Faruq
Загружено: 2017-10-30
Просмотров: 176410
আমাদের সমাজে মর্যাদাবোধের একটা লড়াই চলে। এখানে উঁচু-নীচু বিভেদটা প্রকট আকার ধারণ করেছে। একজন বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট যেভাবে গর্ব সহকারে তার বিভাগের কথা বলতে পারে, তেমনি মানবিক বিভাগের ছাত্ররা পারে না। কারণ তারা হীনষ্মন্যতায় ভুগে।
একজন পাবলিক ভার্সিটির স্টুডেন্ট যেভাবে নিজেকে উপস্থাপন করে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেবল হীনষ্মন্যতার কারণে নিজের পরিচয় সেভাবে তুলতে পারে না।
অন্যদিকে সমাজের অন্ধ অনুকরণ থেকেও আমরা মুক্ত। নিজের কোনো মত দেওয়া অধিকার নেই। সমাজ যা বলে, গুরু যা বলে, তা-ই অবলীলায় মেনে নিতে হয়।
যার ফলে সমাজে সৃষ্টি হয়ে এই বিভেদ। নেতার মতানুসারে চলতে গিয়ে আমরাই আজ বিভ্রান্ত।
এজন্য নজরুল এই প্রবন্ধে তুলে ধরেছেন, কিভাবে নিজেকে আত্মমর্যাদাবান করবেন। কাকে কতটুকু মূল্যায়ন করবেন।
শিয়ালের মত না বেঁচে সিংহের মত হুঙ্কার দিতে শিখুন। এক কথায় তাঁর এই প্রবন্ধটি অসাধারণ। এর সাথে সক্রেটিসের সেই উক্তির তুলনা চলে- Know thyself.
Presenter: Omar Faruq
University of Dhaka
Cell: 01921-122611
Founder: অনুশীলন প্রাইভেট কেয়ার
শনির আখড়া, কদমতলী, দনিয়া, ঢাকা-১২৩৬
Our facebook group: www.facebook.com/groups/onushilon313
Our youtube channel: / omarfaruq313
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: