SOP-Statement of Purpose/Motivational Letter | যেভাবে Sop লিখলে ভিসা রিজেক্ট হবে না
Автор: NWC Education Bangladesh
Загружено: 2023-01-13
Просмотров: 767
How to write your SOP-Statement of Purpose/Motivational Letter/Letter of Explanationযেভাবে Sop লিখলে ভিসা রিজেক্ট হবে না।
যারা বিদেশে পড়াশোনা করতে চাচ্ছেন তারা অনেকেই হয়তো জানেন না SOP, LOE বা মোটিভেশনাল লেটার এর গুরুত্ব কতটুকু।
কানাডা, অস্ট্রলিয়া বা USA এর মতো দেশগুলোতে এই SOP এর উপর ভিসা হওয়া অনেকটাই নির্ভরশীল। তাই আপনি পড়াশোনার জন্য যেই দেশেই এপ্লাই করতে চান না কেন ভাল SOP বা মোটিভেশনাল লেটার এর কোন বিকল্প নেই।
✅ SOP লিখার যেহেতু কোন নিদিষ্ট ফরমেট নেই তাই আজকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যেটা ফলো করে আপনারা ভাল SOP বা মোটিভেশনাল লেটার লিখতে পারবেন।
SOP লিখার ক্ষেত্রে প্রথ্মে আপনাদের যেটি মাথায় রাখতে হবে সেটি হলো ইউনিকনেস।
আপনি কেন অনান্য এপ্লিকেন্টদের থেকে আলাদা বা আপনি কেন একটি ইউনিভার্সিটিতে পড়তে যেতে চান সেটি আপনাকে প্রকাশ করতে হবে। তাই SOP লিখার ক্ষেত্রে প্রথমেই আপনার নিজের Purposeful Introduction প্রদান করতে হবে।
✅ আপনি কে , কেন এই সাবজেক্ট এ আপনি পড়তে চাচ্ছেন এর সাথে আপনার Previous Study বা জব এর কি সম্পর্ক রয়েছে সেই জিনিসটি তুলে ধরতে হবে।
তারপর আপনি আপনার Educational Background এর একটি Summary উল্লেখ করতে পারেন বা আপনার চাকরির এক্সপিরিয়েন্স সম্পর্কেও বলতে পারেন।
SOP লিখার ক্ষেত্রে দ্বিতীয় যে প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে তা হলো কেন আপনি ওই দেশে পড়তে যাচ্ছেন , কেন আপনি নিজের দেশে থাকছেন না এবং কেন আপনি যেই ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন সেটা এক্সপ্লেইন করা। এ ক্ষেত্রে আপনি বিভিন্ন দেশের তুলনা করে যেই দেশে বা ইউনিভার্সিটিতে আপনি পড়তে যাচ্ছেন সেটি কেন অন্যদের চেয়ে ভাল সেটি তুলে ধরতে পারেন।
✅ ৩য় ত আপনি যেই কোর্স এ পড়তে যাচ্ছেন তা নিয়ে আপনাকে লিখতে হবে। এক্ষেত্রে এই কোর্স পড়ার কারন কি । এই কোর্স আপনাকে কিভাবে লাভবান করবে এবং এই কোর্স এর কোন মডিউলস বা ক্লাসগুলো করতে আপনি বেশি ইন্টারেস্টেড তা নিয়ে আপনাকে নিজের ভাষায় লিখতে হবে।
✅ এখন আপনাদের কিছু অপশনাল জিনিস যেগুলো আপনি লিখতে পারেন তবে না লিখলেও সমস্যা নেই সেসব সম্পর্কে বলছি আপনার যদি স্টাডি গ্যাপ থাকে, সেই গ্যাপ এ আপনি কি করেছেন । আপনার ফান্ড বা স্পন্সার কে হবে , আপনার অন্যকোন ট্রাভেল হিস্টোরি বা ডিগ্রি আছে কিনা। আপনার অন্য কোন ট্রেনিং আছে কিনা সে সম্পর্কে লিখতে পারেন।
এর পর আপনাদের SOP তে আরো একটি গুরুত্বপূর্ন প্রশ্নের উত্তর দিতে হবে যে , বিদেশে এই ডিগ্রী নিয়ে আপনি ফিউচারে কি করবেন এবং বাংলাদেশের সাথে আপনার কি কি পারসোনাল Tie আছে। এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনাকে ভিসা অফিসার বা ইউনিভার্সিটিকে সন্তুষ্ট করতে হবে যে আপনি ওই দেশে পড়াশোনার জন্য যাচ্ছেন । বাংলাদেশে ফিরে আসার জন্য আপনার যথেষ্ট কারন রয়েছে এবং বাংলাদেশেই আপনি আপনার ফিউচার গড়তে চান। এই হচ্ছে SOP এর মূল গুরূত্বপূর্ন বিষয়গুলো ।
✅ Chattogram এ অনুষ্ঠিত হতে যাচ্ছে New Way Consultancy আয়োজিত Award Giving Ceremony & Study Abroad Seminar যেখানে SSC, HSC & a level, o level এ ভাল রেজাল্ট করা স্টুডেন্টদের জন্য পুরষ্কার প্রদান করা হবে এবং যারা বিদেশে পড়াশোনার ব্যাপারে সঠিক পরামর্শ চাচ্ছেন তাদের জন্য UK, USA, Australia, Canada এবং মালায়সিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা তাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যাপারে নানা রকম তথ্য ও পরামর্শ প্রদান করবে।
এছাড়াও যারা এই সেমিনারে অংশগ্রহন করবে তাদের জন্য থাকছে বেশ কিছু অফার। যারা IELTS এক্সাম দেবার কথা ভাবছেন তাদের জন্য IELTS রেজিস্ট্রেশন ফি এর উপর ৫০০ টাকা ডিসকাউন্ট এবং IELTS এ ভাল রেজাল্ট করলে রয়েছে ১০০% পর্যন্ত ডিসকাউন্ট। তাই এই সু্যোগ মিস করতে না চাইলে আগামী ২৫ শে ফেব্রুয়ারি চলে আসুন হোটেল পেনিনসুল , চট্টগ্রামে।
SOP বা আমাদের study abroad seminar সম্পর্কে আরো জানতে বা SOP এর কিছু নমুনা দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.newwayuk.com । বিদেশে পড়াশোনার ব্যাপারে যেকোন সহয়তার জন্য যোগাযোগ করতে পারেন NWC Bangladesh এর সাথে।
For More Call or Visit Our Office
New Way Consultancy - NWC Bangladesh
🟢Dhaka_Office:
House: 09 (Level-2), Road: 04, Block: F, Chairmanbari, Banani, Dhaka -1213.(Next to Banani Chairmanbari Mosque)
019 5848 2102, +880 16 4447 4563, +880 18 4845 2415
🟢Sylhet_Office: Al-Hamra Shopping complex (9th Floor) Sylhet.
+8801304022511, +8801709366072 , +8801730745413
🟢Moulvibazar Office:
Madhuban Building,(1st Floor)15/1, Sylhet Road, Kushumbagh C/A, Moulvibazar, 3200
+88 01709332743, +880 1922-244345
🟢Chattogram Office:
kazirbag, House 85, Road 7, O.R Nizam Road, Nasirabad Chittagong
+8801712777503
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: