সুরা আর-রহমান এর বিষ্ময়কর তাফসির পর্ব -১।। নোমান আলী খান বাংলা ডাবিং।। Nouman ali khan.
Автор: অন্ধকারে আলোর দেখা
Загружено: 2025-08-04
Просмотров: 1424
সূরা আর-রহমান হলো কোরআনের ৫৫তম সূরা। এই সূরার মূল বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার অসীম করুণা, ক্ষমতা এবং তাঁর অসংখ্য নেয়ামত বা অনুগ্রহের বর্ণনা। এর নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াতের "আর-রহমান" (পরম দয়াময়) শব্দটি থেকে।
এই সূরার কিছু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিচে দেওয়া হলো:
আল্লাহর অসীম দয়া: সূরাটি শুরুই হয়েছে আল্লাহর করুণার বর্ণনা দিয়ে। তিনি যে পরম দয়ালু এবং তার দয়া যে মানব ও জিন জাতির ওপর বিস্তৃত, তা এই সূরার মূল বার্তা।
সৃষ্টি ও মহাবিশ্বের ভারসাম্য: আল্লাহ কীভাবে মহাবিশ্বকে একটি নিখুঁত ভারসাম্য ও সুশৃঙ্খল পদ্ধতিতে সৃষ্টি করেছেন, তার বর্ণনা এই সূরায় আছে। সূর্য, চাঁদ, গ্রহ-নক্ষত্রের সুনির্দিষ্ট চলাচল এবং পৃথিবী ও এর মধ্যকার সব সৃষ্টির কথা এখানে বলা হয়েছে।
মানুষ ও জিনের প্রতি আহ্বান: এই সূরায় মানুষ এবং জিন—উভয় জাতিকেই সরাসরি সম্বোধন করা হয়েছে। বারবার একটি আয়াত ("অতএব, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?") উল্লেখ করে তাদের আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
কিয়ামত ও আখিরাত: এই সূরায় কিয়ামতের দিনের ভয়াবহতা, অপরাধীদের জন্য জাহান্নামের কঠোর শাস্তি এবং পরহেজগারদের জন্য জান্নাতের সুখ-শান্তির বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এটি মানুষকে পার্থিব জীবনের নশ্বরতা এবং পরকালের জবাবদিহিতার কথা মনে করিয়ে দেয়।
কোরআনকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত হিসেবে বর্ণনা: সূরা আর-রহমানে কোরআনকে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই সূরায় আল্লাহ তাঁর সৃষ্টির বিস্ময়কর দিকগুলো তুলে ধরেছেন এবং বারবার মানুষ ও জিন জাতিকে তাঁর অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এটি আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে এবং তাঁর বিধান মেনে চলতে উৎসাহিত করে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: