বাদু শিবানন্দ সেবাশ্রম আধ্যাত্মিক ও সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে আশ্রম।স্বনির্ভর ও ছাত্রাবাস আছে।
Автор: Jagannath Roy
Загружено: 2025-05-18
Просмотров: 860
এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে যাবো উত্তর চব্বিশ পরগনা অন্তর্গত মধ্যমগ্রাম ভাদু অঞ্চলে অবস্থিত শিবানন্দ সেবাশ্রম এই আশ্রম আধ্যাত্মিক ও সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। আধ্যাত্মিক যেরকম এখানে পঞ্চমুন্ডির আসন মা কল্যাণেশ্বরী মন্দির নাটমন্দির শিব মন্দির বিরাজ করছে এখানে নিত্য পুজো ও নিত্য ভোগের ব্যবস্থা আছে ভোগের মূল্য 40 টাকা।
সেবামূলক কাজ অনাথ বাচ্চাদের ছাত্রাবাস আছে স্বনির্ভর যুক্ত ক্ষুদ্র শিল্পের কাজ করে এই আশ্রম এই আশ্রমে এসে আপনি যদি একটা দিন পুরো থেকে যান তাহলে মুগ্ধ হয়ে যাবে মনোরম পরিবেশে গাছগাছালি গোসালা জলাশয় দাতব্য চিকিৎসালয় হোমিওপ্যাথি সবকিছু আপনি পেয়ে যাবেন। আমি আশা করি আপনারা মধ্যমগ্রাম বাদু অঞ্চল কল্যাণপুরে অবস্থিত শিবানন্দ আশ্রমে একবার অন্তত একটা দিনের জন্য ভ্রমণ করতে পারেন। এই ব্লক টা দেখে যদি ভালো লেগে মনে করেন তাহলে শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
পথনির্দেশ শিয়ালদা স্টেশনে হইতে বনগাঁ গামী বারাসাত গামী হাসনাবাদ গামী হাবরা লোকাল দত্তপুকুর লোকাল করে আপনাকে নাপতে হবে মধ্যমগ্রাম স্টেশনে মধ্যমগ্রাম স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাকে টোটো করে যেতে হবে চৌমাতা মধ্যমগ্রাম থানার কাছ থেকে অটো করে বাদু শিবানন্দ সেবাশ্রমে যাবেন আপনাদের 15 টাকায় ভাড়াতে পুরো শিবানন্দ আশ্রমে পৌঁছে দেবে। আপনারা শ্যামবাজার হইতে 93 বাসেও বাদু শিবানন্দ আশ্রমে পৌঁছে যাবেন।
স্বামী শিবানন্দ সেবাশ্রম #মা কল্যানেশ্বরী #পঞ্চমুন্ডির আসন #বাদু #মধ্যমগ্রাম #উত্তর চব্বিশ পরগনা #বাবা শিব #আধ্যাত্মিক #সেবামূলক কাজ
#ছাত্রাবাস #গোশালা #ভোগ ঘর #কলকাতা #শিয়ালদা #নদিয়া #হুগলি #ব্লগ #মা #ট্রাভেলিং #ব্লগিং
::::::::::::::::::::::::::::::::::::::::
বাদু স্বামী শিবানন্দ সেবাশ্রম যোগাযোগ নাম্বার: ৯৮৩০২৬০১৮৩/০৩৩-২৫২৬ ২৭২৮/০৩৩-২৫২৬-২৬২৬
**********************************************
দর্শকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা:
এই চ্যানেলের মাধ্যমে যে ভিডিও গুলো দেখবেন শুধুমাত্র বিনোদনের জন্য ইন্টারনেট পত্রিকা গ্রন্থ স্পেস ও আঞ্চলিক লোকের মাধ্যমে যদি কোন ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য দায়ী থাকিবো না।@jagannathroy329
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: