আবদার |তোমাকে ডাকি যদি একবার আল্লাহ | Abdar| Tomake daki jodi ekbar allah|abdur rahman
Автор: Ar Sound Tv
Загружено: 2025-08-09
Просмотров: 3990
আবদার |তোমাকে ডাকি যদি একবার আল্লাহ | Abdar| Tomake Daki Jodi Ekbar |sk md abdur rahman
Name - Tomake Daki Jodi Ekbar - তোমাকে ডাকি যদি একবার!
Lyrics and Tune -sk md Abdur Rahman
Vocal - sk md Abdur rahman/md abu sad
Record Label -
Sound Design - Sk md abdur rahman
Abdar Lyrics
#আবদার
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ
আমাকে কাছে টানো বারবার।
যদি পথ ভুলে যাই
আমাকে দিয় ঠাই
দিশা দিয় এ-ই টুকো আবদার
আল্লাহ আমাকে কাছে টানো বারবার।
দুনিয়ার বুকে আমি এক মুসাফির
বুনে যাই প্রতিদিন গোনাহের জ্বাল।
স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভীড়
আসবে কি কাংখিত সোনালি সকাল।
হয়ে গেলে পেরেশান
ও আমার রহমান
জিকিরে হতে দিয় একাকার
বিরহের ব্যাথা গুলো বাড়ে প্রতিদিন
তুমি ছাড়া কে বলো করে দেবে দূর
তোমার দয়া প্রভু জানি সীমাহীন
ক্বলবে দাও জ্বেলে ইমানের নূর
বেলা শেষে কেউ নেই
শান্তনা তোমাতেই
তুমি ছাড়া নেই কেউ এ আমার
#sweetness1.1
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: