উগ্র হিন্দু*ত্ববাদী স-ন্ত্রা-সীদের থেকে মুসলিম নারীদের রক্ষা করুন! || Bhagwa Love Trap ||
Автор: As-Sunnah Academy
Загружено: 2025-10-24
Просмотров: 47
কিছু উগ্র হিন্দুত্ববাদীদের নতুন ষড়যন্ত্র "প্রেমের ফাঁদ” মুসলিম নারীদের সতীত্ব নষ্টের মাধ্যমে ইসলামি প্রজন্ম ধ্বংসের এক ঘৃণ্য ষড়যন্ত্র চলছে।
একটি অতীব জরুরি সতর্কবার্তাঃ সময় থাকতে নিজে সতর্ক হোন এবং আপনার ঘরের নারীদেরকেও সতর্ক করুন! ভারতের বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতৃত্বে ভারত ও বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদীরা "Bhagwa Love Trap" বা "গেরুয়া প্রেমের ফাঁদ" নামক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এটি উগ্র হিন্দুত্ববাদীদের এমন একটি মিশন, যেখানে তারা বিভিন্ন অপকৌশল ও চক্রান্ত করে মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, জোরপূর্বক হিন্দু ধর্মে ধর্মান্তরিতকরণ, ধর্ষণ, ভারতে পাচার, পতিতালয়ে বিক্রি এমনকি খুনের মতো জঘন্য সব অপরাধ সংঘটিত করে থাকে। তাদের ধারণা, এভাবে তারা মুসলিম জনসংখ্যা হ্রাস করে হিন্দু জনসংখ্যা বৃদ্ধি করবে, মুসলিমদের উপর কর্তৃত্ব বিস্তার করবে, তাদের পাপমোচন করবে, এবং বাংলাদেশকে "হিন্দু রাষ্ট্র" বানিয়ে "অখণ্ড ভারত" তথা "রামরাজ্য" প্রতিষ্ঠা করবে।
তারা দেশে যে সকল মিশন পরিচালনা করে যাচ্ছে সে মিশনের নাম দিয়েছে Bhagwa Love Trap
এই উগ্র হিন্দুত্ববাদীরা ভারত এর উগ্র হিন্দুদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতের বিভিন্ন হিন্দু সন্ত্রাসী সংগঠনের সাহায্য নিয়ে বাংলাদেশে বিভিন্ন সংগঠন তৈরি করেছে এবং "Bhagwa Love Trap" এর মতো ভয়াবহ মিশন পরিচালনা করে যাচ্ছে।
তারা মূলত ৫টি উপায়ে আমাদের দেশে তাদের এই মিশন পরিচালনা করছে। আমি নিচে সেগুলোর বিস্তারিত বর্ণনা দিয়েছি।
#হিন্দুত্ববাদ #ভাগওয়া লাভ ট্র্যাপ #নারীরঅধিকার 
🔴হিন্দুত্ববাদীরা যেভাবে মেয়েদেরকে ফাঁদে ফেলছেঃ
 🔸হিন্দুত্ববাদীদের সাইকোলজিক্যাল ওয়ারঃ-
"আমি তোমার জন্য মুসলিম হতে চাই।" ঠিক এই কথাটি বলে বলেই তারা বছরের পর বছর অসংখ্য মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলে ক্ষতি করে আসছে। তারা কোনো মুসলিম বন্ধুর কাছে ইসলাম শিখতে চায় না। কোনো আলেমের কাছ থেকেও ইসলাম শিখতে চায় না। শুধু মুসলিম মেয়েদের কাছ থেকেই ইসলাম শিখতে চায়। তারা ভার্জিন না হলে বিয়ে করতে চায় না। ভার্জিনিটি চেকের আড়ালে, এবং ভালোবাসার প্রমাণ নেওয়ার বাহানায় বিয়ের আগে যেকোনো উপায়ে শারীরিক সম্পর্ক করতে চায়। এবং সেই ভিডিও গোপনে ধারণ করে, অতঃপর ব্ল্যাকমেইল করে সেসব মুসলিম মেয়েদেরকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করে। আর সেটা সম্ভব না হলে ভারতে পাচার করে নিষিদ্ধ জায়গায় বিক্রি করে দেয়।
🔸হিন্দুত্ববাদীদের স্লিপিং পিল ওয়ারঃ-
মুসলিম নারীদের খাবারের সাথে কৌশলে স্লিপিং পিল মিশিয়ে ধর্ষণ করে, সেটি গোপন ক্যামেরায় রেকর্ড করে, হিন্দু হবার জন্য জোর-জবরদস্তি করা কিংবা ব্ল্যাকমেইল করা তাদের পুরনো কৌশল। এক্ষেত্রে মুসলিম মেয়েটি হিন্দু না হলে ভিডিও অনলাইনে ছড়িয়ে দেবার হুমকি দেওয়া হয়। এভাবেই অনেক মুসলিম মেয়েকে হিন্দু বানিয়ে বিয়ে করেছে, এবং অনেককে ভারতে পাচার করে নিষিদ্ধ জায়গায় বিক্রি করে দিয়েছে এই উগ্র হিন্দুত্ববাদীরা।
🔸হিন্দুত্ববাদীদের ব্ল্যাক ম্যাজিক ওয়ারঃ-
ভারত ও বাংলাদেশের অসংখ্য মুসলিম মেয়েরা যে হিন্দু হচ্ছে তার অন্যতম কারণ এই ব্ল্যাক ম্যাজিক। অসংখ্য মুসলিম মেয়েকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ধর্মান্তরিত করা, পাচার করা এবং পরে নিষিদ্ধ জায়গায় তাদেরকে বিক্রি করে দেওয়ার প্রমাণ পেয়েছি আমরা। যারা এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে, তারা নিজেরাও জানতো না যে, তারা এই ব্ল্যাক ম্যাজিকের শিকার।
🔸মুসলিম পরিচয়ে সম্পর্ক/বিয়েঃ-
যখন উপরে উল্লেখিত কোনো উপায়ই তারা কাজে লাগাতে পারে না, তখন নিজেকে তারা মুসলিম হিসেবে পরিচয় দিয়ে মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক/বিয়ে করে। অতঃপর যেকোনো উপায়ে শারীরিক সম্পর্ক করে সেই ভিডিও তারা গোপন ক্যামেরায় ধারণ করে এবং ব্ল্যাকমেইল করে হিন্দু বানানোর চেষ্টা করে। এতেও ব্যর্থ হলে মেয়েটিকে প্রেগন্যান্ট করে পালিয়ে যায়। তাদের ধারণা পরবর্তীতে এই মেয়েকে আর কেউ বিয়ে করবে না, এবং এভাবেই একদিন মুসলিম জনসংখ্যা হ্রাস পাবে।
আর এভাবে তারা এই রাষ্ট্রকে একটি "হিন্দু রাষ্ট্র" হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে।
▪️এসকল উগ্র হিন্দুত্ববাদীদের ধারণা মুসলিম মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করলেঃ-
পাপ মোচন হবে, সাতটি মন্দির বানানোর মতো পূণ্য হবে, এবং বাবরি মসজিদ ভাঙার মতো পূণ্য হবে।
◆ তাদের টার্গেট মূলত বাংলাদেশের সকল মুসলিম মেয়েরা। হোক সে প্র্যাক্টিসিং বা নন-প্র্যাক্টিসিং, টিনেজ বা এডাল্ট, ম্যারিড বা আনম্যারিড। মুসলিম নারী মানেই তাদের টার্গেট!! এ ব্যপারে জনসচেতনতা খুবই প্রয়োজন। নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন। অমুসলিমদেরকে এড়িয়ে চলুন। তাদের সাথে বন্ধুত্ব করবেন না।
#ভাগওয়া লাভ ট্র্যাপ#হিন্দুত্ববাদ#islamicdawah 
#দাওয়াতি_কাজ #মুসলিম নারী                
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
- 
                                
Информация по загрузке: