যে কারণে পৃথিবীর শ্রেষ্ঠ পেশা হলো ব্যবসা। আমেরিকাও এ সূত্র মানে। Usa business and Islamic business.
Автор: Nabola Ghotona
Загружено: 2025-11-05
Просмотров: 3616
যে কারণে পৃথিবীর শ্রেষ্ঠ পেশা হলো ব্যবসা। আমেরিকাও এ সূত্র মানে। Usa business and Islamic business. ব্যবসা সবচেয়ে প্রাচীন ও হালাল পেশা। অনেক খলিফা পর্যন্ত ব্যবসা করত। এমনকি বিশ্বনবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তা'আলা আনহা ব্যবসা করতেন। বর্তমান যুগে অনেকেই ব্যবসা পছন্দ না করলেও ব্যবসায় রয়েছে সবচেয়ে দ্রুত উন্নতি করার সুযোগ। এছাড়া ব্যবসা করে কোটিপতি হতে পারবেন সহজেই।কিভাবে ব্যবসা করবেন কেন ব্যবসা করবেন ব্যবসা করে কিভাবে সহজে লাভবান হবেন এসব প্রশ্ন অনেকেই জানতে চাই। তবে সঠিক নিয়মে ব্যবসা করলে তার সফলতা অবশ্যই আসবে। একজন সফল ব্যবসায়ী তুমি কাউকে ঠকার না সব সময় নিয়ম মেনে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করেন। এজন্য ওই ধরনের ব্যবসায়ীকে সবাই পছন্দ করে। এবং ওই ধরনের ব্যবসায়ী খুব দ্রুত সফল হয়ে যায়। এজন্য সফলতার গোপন সূত্র অনেকেই জানেনা। ব্যবসার জন্য যেমন মূলধন লাগে তেমনি সুন্দর ব্যবহার সদাচরণ এগুলো ব্যবসার অবিচ্ছেদ্য অংশ এগুলো ছাড়া ব্যবসা করে সফল হওয়ার সম্ভব নয়।তাই আজকের ভিডিওতে ব্যবসায় সফল হওয়ার কিছু টেকনিক বা সূত্র বা কেন ব্যবসা করবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিশেষ করে কোরআন হাদিসের আলোকে ব্যবসার বিভিন্ন দিকনির্দেশনা এবং ব্যবসায় সফল হওয়ার বিভিন্ন যুক্তি তর্ক এই ভিডিওতে উপস্থাপন করা হয়েছে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে অসংখ্য বেকার সমাজ ব্যবসার মাধ্যমে নিজেদের উন্নয়ন সাধন করতে পারবে।
#businessideas #sajalroshan
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: