টাঙ্গাইলে একদিন || Roadextreme || চরম রাস্তা || ২০২২ || vlog-14
Автор: RoaDExtrEmE চরম রাস্তা
Загружено: 2022-08-09
Просмотров: 278
আমরা গাজীপুর চন্দ্রা থেকে মধুপুরের উদ্দেশ্যে রওয়ানা করি। প্রায় ৩ ঘন্টা বাস ভ্রমণের পড়ে টাঙ্গাইলের পুরাবাড়ি বাস্ট স্টেশনে পৌছায়। ভাড়া পড়েছিল জনপ্রতি ১২০ টাকা।
পুরাবাড়ি থেকে আমরা মধুপুরের উদ্দেশ্যে মাহেন্দ্রাতে উঠি জনপ্রতি ৩০ টাকা ভাড়া পড়েছিল।
যেহেতু ছবির উদ্দেশ্যে গিয়েছিলাম সেহেতু আরও সকালে যাওয়ার দরকার ছিল আমাদের।
সকালের নাস্তা করি ১০;৪০ এর আশেপাশে অল্প খেয়েও বিল আসে ৫০+ টাকা।
খাওয়াদাওয়া শেষ করেই আমরা সবুজের উদ্দেশ্যে বেড়িয়ে পড়ি। প্রায় ২ কিলোমিটার হাটার পড়ে আমরা পৌছায় আনারস বাজারে, সেখানেই দুপুরের খাবার শেষ করি। আমরা নিজেদের পছন্দমত খাবার খাওয়ায় প্রায় ২৩০ টাকার মত খরছ হয় জনপ্রতি। আপনারা আরও কমেও সারতে পাড়বেন। বাজারে কিচ্ছুক্ষণ সময় দিয়ে আমরা অটুরিক্সা করে চলে আসি মধুপুর "আনারস মোড়ে" ভাড়া ৩ জনের ৪০ টাকা পড়েছিল।
আনারস মোড় থেকে চলে যায় গোপালপুর ভাড়া জন প্রতি ৩০ টাকা। গোপালপুর থেকে অটু রিক্সা করে ২০১ গম্বুজ মসজিদে যায় ভাড়া জন প্রতি ৩০ টাকা।
ঘুরাঘুরি শেষ ৩ জনে ৭০ টাকার নাস্তা করে গোপালপুর বাস স্টেশনে চলে যায় সেখান থেকে ১৫০ টাকা জন প্রতি বাস ভাড়া দিয়ে আবার চলে আসি "চন্দ্রায়"।
*চোখ রাখতে পাড়েন আমাদের ফেইসবুক পেইজে:
/ roadextremee
*Follow on my facebook :
www.facebook.com/tanjil.tanmoy
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: