আলু চাষ পদ্ধতি ব্যবহার করুন সঠিক নিয়মে।
Автор: Arabi Agro
Загружено: 2025-11-20
Просмотров: 180
আলু চাষ পদ্ধতি ব্যবহার করুন সঠিক নিয়মে।
প্রথমে জমি নির্বাচন
উচ্চভূমি বা মাঝারি ঢালু জমি আলু চাষের জন্য সবচেয়ে ভালো। পানি জমে থাকে এমন জমিতে আলু নষ্ট হয়ে যায়, তাই ড্রেনেজ থাকতে হবে।
জমি প্রস্তুত
চাষের আগে ২–৩ বার ভালভাবে গভীর চাষ দিন। জমি পুরোপুরি ঝুরঝুরে হতে হবে। এরপর প্রতি বিঘাতে ১৫–২০ মন গোবর, টিএসপি, এমওপি ও ইউরিয়া সুষমভাবে মিশিয়ে নিতে হবে।
বীজ আলু নির্বাচন
রোগমুক্ত, মাঝারি আকারের ৩০–৫০ গ্রাম ওজনের বীজ আলু ব্যবহার করুন। কাটা বীজ হলে ছাই মেখে শুকিয়ে নিন। চোখ পরিষ্কার হলে অঙ্কুর ভালো হয়।
রোপণ পদ্ধতি
লাইনে লাইনে আলু রোপণ করলে ফলন বেশি পাওয়া যায়। লাইনের দূরত্ব ২ ফুট, গাছ থেকে গাছ ১ ফুট। মাটির ৩–৪ ইঞ্চি নিচে বীজ আলু ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দিন। রোপণের সেরা সময়— অক্টোবর থেকে নভেম্বর।
সেচ ও যত্ন
রোপণের পরে হালকা সেচ দিলে অঙ্কুরোদগম ভালো হয়। গাছ বড় হলে ২ বার মাটি তুলে দিন— বিশেষ করে ২৫ দিন ও ৪৫ দিনের মাথায়। এতে আলু মোটা হয়। রোগবালাইয়ের মধ্যে লেট ব্লাইট বেশি দেখা যায়, তাই প্রয়োজন অনুযায়ী ছত্রাকনাশক স্প্রে করতে হবে।
সার ব্যবস্থাপনা
গাছ লাগানোর ২০–২৫ দিনের মাথায় ইউরিয়া ও এমওপি টপড্রেসিং দিন। ঝাড় যাতে সবুজ থাকে, তাতে ফলন বাড়বে।
তোলা ও সংরক্ষণ
পাতা শুকিয়ে গেলে বুঝবেন আলু তোলার সময় হয়েছে। পরিষ্কারভাবে তুলুন ও ২–৩ দিন ছায়ায় শুকিয়ে নিন। এরপর বস্তায় ভরে শুষ্ক ও ঠাণ্ডা স্থানে সংরক্ষণ করুন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: