কোম্পানির মালিক ভিখারি সেজে অফিসে গেলেন - ম্যানেজার তাকে ধাক্কা মেরে বের করে দিল! তারপর যা ঘটলো !!!
Автор: Soul of Stories
Загружено: 2025-12-05
Просмотров: 5432
বিশাল গগনচুম্বী অট্টালিকা, বিলাসবহুল সুপারকারের সারি, আর সম্পদের ঝলকানি—এসবই হলো রিহান সিকদার-এর পরিচিতি। তিনি লন্ডন-এর সবচেয়ে প্রভাবশালী কর্পোরেশনগুলোর একচ্ছত্র অধিপতি। কিন্তু আজ, রিহান সিকদার তাঁর ব্যক্তিগত বিমান ত্যাগ করে নেমে এসেছেন কলকাতা-র মাটি ছুঁতে। তিনি তাঁর বিশাল সাম্রাজ্যের কলকাতা শাখায় প্রবেশ করলেন এক অতি সাধারণ, দীনহীন শ্রমিকের বেশে। এই নাটকীয় ছদ্মবেশ ধারণ করার উদ্দেশ্য ছিল একটাই: দেখতে চেয়েছিলেন, তাঁর কর্মচারীরা—বিশেষ করে তাঁর হবু স্ত্রী ও উচ্চপদস্থ ম্যানেজার—তাঁকে তাঁর দামের জন্য সম্মান করে, নাকি তাঁর মানুষের পরিচয়ের জন্য।
অজানা সত্যের সন্ধানে বেরিয়েছিলেন রিহান। কিন্তু অফিসে প্রবেশ করার পর তাঁর বাগদত্তা নেহা এবং তাঁর সহযোগী অর্ণব-এর আচরণ দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। কোটিপতি মালিকের সাথে যা করা হলো, তা ছিল চূড়ান্ত অসম্মানের। শেষে যখন সেই ম্যানেজার সাহিবা রিহানের আসল পরিচয় জানতে পারলেন, তখন তাঁদের পায়ের তলার মাটি সরে গেল। কেন এই প্রবল ক্ষমতাশালী ব্যবসায়ীকে এমন এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো? তাঁর হৃদয়ের সেই গোপন কারণ কী ছিল, যা তাঁকে একজন শ্রমিকের রূপে রাজপথের ধুলো মেখে চলতে বাধ্য করল?
আসুন, শুরু করা যাক সেই রোমাঞ্চকর উপাখ্যান, যেখানে সম্পদ ও অহংকারের মুখোশ উন্মোচিত হয়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: