Live Quran | সূরা নাস শিক্ষা | নূরানী পদ্ধতিতে তাজবিদসহ সহজ কুরআন শিক্ষা
Автор: Safar-il-Jannah
Загружено: 2025-11-26
Просмотров: 225
✅ ১. ওয়াজিব গুন্নাহ কাকে বলে?
যখন নুন (ن) বা মিম (م) এর উপর তাশদীদ ( ّ ) থাকে, তখন গুন্নাহ করা ওয়াজিব।
অর্থাৎ— দুই হরকতের সমান নাকের ধ্বনি টেনে পড়তে হয়।
⭐ নিয়মঃ
🔸 نّ বা مّ — দেখলে
➡ ২ হরকত টেনে পড়তে হবে।
⭐ উদাহরণঃ
শব্দ কীভাবে পড়বে
إِنَّا ইন না (২ হরকত গুন্নাহ)
ثُمَّ সুম মা (২ হরকত গুন্নাহ)
إِيَّاكَ ইই য়া (২ হরকত গুন্নাহ)
⭐ মদ্দে ত্ববায়ী হওয়ার ৩টি কারণ + উদাহরণ
---
(১) যবরের পরে খালি আলিফ থাকলে
যবর (ـَ ) → তার ডান পাশে খালি আলিফ ( ا ) থাকলে
➡ ২ হরকত টেনে পড়তে হবে।
উদাহরণঃ
শব্দ পড়বে
قَالَ কা-লা
جَاءَ জা-আ
رَاحَ রা-হা
---
(২) পেশের পরে জযম ওয়ালা ওয়াও থাকলে
পেশ (ـُ ) → তার পরে সাকিন ওয়াও ( وْ )
➡ ১ আলিফ (২ হরকত) টেনে পড়বে।
উদাহরণঃ
শব্দ পড়বে
يَقُولُ ইয়াকূলু
مَقُولٌ মাকূলুন
نُورٌ নূরুন
---
(৩) যেরের পরে জযম ওয়ালা ইয়া থাকলে
যের (ـِ ) → তার পরে সাকিন ইয়া ( يْ )
➡ ২ হরকত টেনে পড়তে হবে।
উদাহরণঃ
শব্দ পড়বে
قِيلَ ক্বী-লা
فِي ফী
بِسْمِ বিস্মি (এখানেও ইয়া সাকিনের কারণে টান হয়)
Assalamu Alaikum সবাইকে!
আজকের এই লাইভে ইনশাআল্লাহ আমরা খুব সহজ নূরানী পদ্ধতিতে তাজবিদসহ সূরা নাস শিখবো।
ছোট–বড় সবাই বুঝতে পারবে এমনভাবে ধীরে ধীরে উচ্চারণ, মাখরাজ ও নিয়ম করে শেখানো হবে।
📖 আজকের লাইভে থাকছে:
✔ সূরা নাস শব্দ–শব্দ করে শিক্ষা
✔ নূরানী পদ্ধতিতে সঠিক উচ্চারণ
✔ তাজবিদের প্রয়োজনীয় নিয়ম
✔ শিক্ষার্থীদের ভুল শুদ্ধ করা
👉 নিয়মিত কুরআন শিক্ষা ও তাজবিদ শেখার জন্য লাইভে যুক্ত থাকুন!
#LiveQuran #SurahNas #QuranLearning #NuraniMethod #TajweedClass #EasyQuran #IslamicLive #QuranTeaching #LearnQuran #BanglaIslamicLive #SurahNasLearning #TajweedLesson
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: