হুজুর হয়ে মডেলিং করবেন?"—বলে অপমান করলো ডিরেক্টর, কিন্তু ব্র্যান্ডের ফেস হলেন তিনিই!
Автор: মন ছুয়ে যায়
Загружено: 2026-01-23
Просмотров: 645
আবির রহমান, একজন সাধারণ যুবক যিনি মডেল হতে চান। টুপি ও দাড়ি রেখে তিনি এলিভেট ফ্যাশন হাউসের অডিশনে যান। সেখানে ডিরেক্টর মারুফা তাকে "হুজুর হয়ে মডেলিং করবেন?" বলে অপমান করেন এবং দাড়ি কামিয়ে আসতে বলেন।
হতাশ আবির সোশ্যাল মিডিয়ায় তার অভিজ্ঞতা শেয়ার করেন। পোস্টটি ভাইরাল হয়ে যায়। ব্র্যান্ডের মালিক সাদিয়া করিম ঘটনা জেনে আবিরকে ডেকে পাঠান। তিনি আবিরকে নতুন "অথেনটিক ইউ" ক্যাম্পেইনের মুখ বানান এবং মারুফাকে চাকরি থেকে বরখাস্ত করেন।
তিন সপ্তাহে আবির ঢাকার সবচেয়ে আলোচিত মডেল হয়ে ওঠেন। তার বিলবোর্ড সারা শহরে। গল্পের শিক্ষা—নিজের পরিচয় ধরে রাখুন, সফলতা আসবেই।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: