Opekkha by Vikings Lyrical Video by Nx Lyrics
Автор: N N
Загружено: 12 дек. 2016 г.
Просмотров: 358 640 просмотров
Opekkha by Vikings with Bangla Lyrics
Full Lyrics:
একমুঠো চাঁদের অপেক্ষাতে
কালো ঘরের চারপাশ
কিছু আকাশ প্রহরী হয়ে আসে
জানালাতে বারবার
দরজাতে হিমেল বাতাস যেন
কড়া নেড়ে যাচ্ছে
বোবা সময় সান্ত্বনা দিয়ে যায়
এই জোছনা আসছে
আমার ঘরের সব ঘনকালো যেন আঁধারী ভুবন
ঘরের ভেতর ঘর তুলে রেখে আজ বন্ধ এই মন
শুধু অপেক্ষায় কবে জোছনা আসবে
শুধু অপেক্ষায় কবে জোছনা আসবে
কালো চাদর জড়িয়ে শুয়ে থাকে চাওয়া পাওয়ার দলবদল
কড়িকাঠে ধোঁয়াটে উড়ে বেড়ায় যতো স্মৃতি সম্বল
কিছু আশা কবিতা বইয়ের পাতায় কেঁদে কেঁদে যাচ্ছে
তবু সময় সান্ত্বনা দিয়ে যায়
এই জোছনা আসছে
এদিক সেদিক সব এলোমেলো যেন আঁধারী ভুবন
ঘরের ভেতর ঘর তুলে রেখে আজ বন্ধ এই মন
শুধু অপেক্ষায় কবে জোছনা আসবে
শুধু অপেক্ষায় কবে জোছনা আসবে

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: