ত্রিপুরাদের ঐতিহ্যবাহী উৎসব বৈসু || Baisu Traditional Festival of Tripura
Автор: Vromon Janala
Загружено: 6 апр. 2024 г.
Просмотров: 593 просмотра
ত্রিপুরা আদিবাসীদের নববর্ষ উৎযাপনের নাম বৈসুক। ত্রিপুরা আদিবাসীগন এই উৎসব কে বৈসুক, বৈসু বা বাসুই বলে থাকেন। এই উৎসবটি তিনদিন ধরে উদযাপিত হয়ে থাকে। বাংলা বর্ষপঞ্জি অনুষারে চৈত্র মাসের শেষ দুই দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন এই তিন দিনব্যাপী এই বৈসুক উৎসব পালিত হয়। প্রথম দিনকে হারি বৈসু, দ্বিতীয় দিনকে বৈসুমা এবং তৃতীয় দিন বা শেষ দিনকে বিসিকাতাল বা আতাদাক বলা হয়। এই বৈসুক উৎসব বাংলাদেশের ত্রিপুরা আদিবাসীগন এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজন উদযাপন করে থাকেন। বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের মদ্ধ্যে তৃতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী ত্রিপুরা। ত্রিপুরা জাতিসত্তার সংখ্যাগরিষ্ঠ অংশ পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। এই ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসু বা বৈসুক। ত্রিপুরা সম্প্রদায় বৈসুক উৎসবের মাধ্যমে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানায়। বাংলাদেশের তিন পার্বত্য জেলায় একই দিনে একই ধরনের উৎসব পালিত হয় যা ত্রিপুরাদের কাছে বৈসুব, মারমাদের কাছে সাংগ্রাই এবং চাকমা ও তঞ্চঙ্গ্যা দের কাছে বিজু নামে পরিচিত। এই তিনটি উৎসবের প্রথম অক্ষরগুলো নিয়ে গঠিত বৈসাবি। বৈ - শব্দটি ত্রিপুরাদের বৈসুক থেকে, সা - শব্দটি মারমাদের সাংগ্রাই থেকে এবং বি - শব্দটি চাকমাদের বিজু থেকে নেওয়া হয়েছে।
বৈসুক উৎসবে প্রথম দিন হারি বৈসু যা চৈত্র সংক্রান্তির পূর্ব দিনে পালন করা হয়। এই দিনে সবাই নদীর তীরে, মন্দিরে, ফুল, ধুপ এবং প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করে,ফুল দিয়ে সাজায় ঘর বাড়ি। এই দিন বয়োজ্যেষ্ঠদের স্নান করানো হয় এবং স্নানে শেষে গ্রহণ করা হয় আর্শিবাদ। আয়োজন করে গড়িয়া বা গড়াই নৃত্য সহ অনেক ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এই দিনে এরা বিশেষভাবে গবাদি পশুর পরিচর্যা করে।
বৈসুক উৎসবে দ্বিতীয় দিন থেকে শুরু হয় খাওয়াদাওয়া এবং অতিথি আপ্যায়নের পর্ব, এই দিনকে বলা হয় বৈসুমা। উৎসবের প্রধান আকর্যণ জনপ্রিয় খাবার গণত্মক বা পাচন। এর পাশাপাশি থাকে নানা ধরনের পিঠা, বিভিন্ন ধরনের ফল এবং মিষ্টি জাতীয় খাবার। এ দিনকে চৈত্র সংক্রান্তিও বলা হয়ে থাকে।
বৈসুক উৎসবে তৃতীয় দিনকে বলা হয় বিসিকাতাল। এই দিন নতুন বছরকে বরন করা হয়। এই নববর্ষের প্রথম দিনে সবাই আগমী দিনের সুখ-শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকেন।
বন্ধুরা আজ বিদায় নিচ্ছি বৈসুক উৎসব থেকে। ভিডিওটি কেমন লেগেছে যানাতে পারেন কমেন্ট করে। ভাল লাগলে শেয়ার করে যানিয়ে দিতে পারেন আপনার বন্ধুদের কে। আর ভ্রমণ বিশয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। দেখা হবে নতুন স্থানে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
💚 রাঙামাটিতে বিজু উৎসব
• রাঙামাটিতে বিজু উৎসব || Bizhu / Biju Fes...
💚 মাহাঃ সাংগ্রাই পোয়েঃ | মৈত্রী পানি বর্ষণ উৎসব
• মাহাঃ সাংগ্রাই পোয়েঃ | মৈত্রী পানি বর্ষণ উৎসব
💚 ঐতিহ্যবাহী কল্প জাহাজ ভাসা উৎসব
• ঐতিহ্যবাহী কল্প জাহাজ ভাসা উৎসব
💚 আলং নৃত্য
• আলং নৃত্য | Funeral Dance
💚 বাংলাদেশের আদিবাসীদের একটি ঐতিহ্যবাহী বাদ্য বাজনা
• A traditional music of the tribal of Bangl...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#Boisu
#BaishabiFestival

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: