বোহরা : বাংলাদেশের সবচেয়ে ধনী মুসলিম সম্প্রদায় !! Bohra : Richest Muslim community in Bangladesh
Автор: Bioscope Entertainment
Загружено: 2024-04-07
Просмотров: 52413
ইজরাইল ছাড়া গোটা পৃথিবীতে অসচ্ছল বা গরীব ইহুদি খুঁজে পাওয়া দুস্কর ব্যপার। কারণ, কেউ গরীব হয়ে থাকলে ইহুদি সমাজ তাকে টেনে তোলে সচ্ছল বানাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এবং ইহুদিরা প্রতি তিন জনের মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ধনি, এক ইহুদি হয়েও আরেক ইহুদির জন্যে যে ভালোবাসা বা দায়িত্ব পালন করে তা কি মুসলমানের মধ্যে নেই, হ্যাঁ আছে, এমনই মুসলিম সম্প্রদায় হচ্ছে বোহারা। এই সম্প্রদায়ের মধ্যেও অসচ্ছল বা গরীব নেই বললেই চলে। কারণ বোহারা শব্দের অর্থই যে “ব্যবসায়ী”। বংশ পরম্পরায় এরা ব্যবসার সাথে যুক্ত। অর্থনীতিতে ঈর্ষণীয় প্রবৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়ও ক্রমে বাড়ছে। সর্বশেষ অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৬৫ ডলারে দাঁড়িয়েছে। যদিও এ মাইলফলক অনেক আগেই ছুঁয়েছে দেশে বসবাসরত বোহরা সম্প্রদায়। তাদের মাথাপিছু আয় জাতীয় গড়ের চেয়ে কয়েক গুণ বেশি, প্রায় ৬ হাজার ডলার।
শিল্পায়নেও বড় ভূমিকা রেখে চলেছে বোহরারা। তাদের রয়েছে কয়েকটি শিল্প গ্রুপ। দেশের ইস্পাত খাতের শীর্ষ গ্রুপ বিএসআরএম বোহরাদেরই গড়ে তোলা প্রতিষ্ঠান। এছাড়া ফার্নিচার ও পলিমারসহ বিভিন্ন খাতে বিনিয়োগকারী হাতিম গ্রুপ, আইটি খাতের ইজি গ্রুপ এবং কপার পণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান কপারটেক লিমিটেডের উদ্যোক্তাও বোহরা সম্প্রদায়ের। বোহরা সম্প্রদায় কতটা ধনি? বোহারা সম্প্রদায় কি ভাবে এলো বাংলাদেশে? বোহরাদের গড়ে তোলা শিল্প প্রতিষ্ঠানগুলো কি? তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক...
তথ্য সুত্রঃ দৈনিক বনিক বার্তা - জানুয়ারি ২৬, ২০২০
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: