Birthday Programme @ Alam
Автор: Alams Vlog
Загружено: 2025-10-01
Просмотров: 102
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। গতকাল ১ অক্টোবর ২০২৫ আমার জন্ম দিন উপলক্ষে আমাকে যারা কল করে শুভেচ্ছা জানিয়েছেন, অনেকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম। অমি অভিভূত। আপনারা আমাকে এতোটাই আপন করেছেন যা আমার কল্পনার অধিক। বিশেষ করে আমার কলিগদের কথা না বললেই নয়। তথাপিও আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের যাদের নাম উল্লেখ না করলে মনে হয় নিজেকে ছোট করা। যেমন আমার প্রাণপ্রিয় স্ত্রী, সন্তান, ৯৩ বন্ধু সালাম, জামাল, তুযার স্কয়ার, রিপন, মিষ্টু, ইকরাম, সহ সকল ৯৩ বন্ধুদের আমার অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ। আরো রয়েছেন, আমার একজন বন্ধু যে ১৯৯৭ সাল থেকে আজ পর্যন্ত একটি বার শুভেচ্ছা জানাতে মিস করেনাই সে হলো পার্থ। আরো আছেন একজন যিনি ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত আমাকে কোন না কোন গিফট আইটেম আমাকে দিয়েছেন তাকেও ধন্যবাদ। আমার ভাস্তি, ভাগ্নি, ভাগ্নে সহ সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা রইলো আপনাদের জন্য। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন
#birthday
#happybirthday
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: