এই বসন্ত বাতাসে আমার অঙ্গ জ্বইলা যায়|Bangla folk song | Romantic song
Автор: Bangla Folk Bazzar
Загружено: 2026-01-21
Просмотров: 213
জানালা দিয়ে বাইরে তাকালে কেবল অন্ধকারের রাজত্ব চোখে পড়ে। মাঝে মাঝে নিস্তব্ধতা ভেঙে ঝিঁঝিঁ পোকার ডাক কান্নার মতো শোনায়। আজ কেন যেন বৃষ্টির ঘ্রাণে পুরনো স্মৃতিগুলো ধুলো ঝেড়ে উঠে আসছে। মনে পড়ে সেই দিনগুলোর কথা? যখন এক পশলা বৃষ্টির পরে আমাদের হাসিতে শহরের ধুলো ধুয়ে যেত। আজ সেই বৃষ্টি আছে, মেঘের গর্জন আছে, কিন্তু আমার পাশে তোমার সেই চেনা হাতটা নেই। ঘরের এক কোণে টিমটিম করে জ্বলতে থাকা ল্যাম্পের আলোতে যখন তোমার ছবিটা ভেসে ওঠে, তখন বুকের ভেতরটা হু হু করে ওঠে। একাকীত্বের এই প্রহরে গানই একমাত্র সঙ্গী, যে আমার কান্নাগুলো সুর হয়ে গেয়ে ওঠে। এই অরণ্যে আমি এক পথ হারানো পথিক, যে তার গন্তব্য হারিয়েছে বহু আগে। আজ রাতটা খুব লম্বা মনে হচ্ছে, যেন এই বিষণ্ণতা শেষ হওয়ার নয়। স্মৃতির ক্যানভাসে তুমি এখন কেবল একটা ফিকে হয়ে আসা রঙ, যা মুছেও মোছে না...।
📖 গল্পের আড়ালে গল্প (গভীর এক অনুভূতির যাত্রা)
১. রাত তখন ঠিক তিনটে। শহরের যান্ত্রিকতা এখন স্তিমিত। রাস্তার পাশের হলদেটে ল্যাম্পপোস্টটা একাই জ্বলছে, যেন সেও কোনো এক না বলা বিরহের সাক্ষী। টেবিলের ওপর রাখা কফিটা ঠান্ডা হয়ে গেছে অনেক আগেই, ঠিক যেমন আমাদের সম্পর্কটা সময়ের স্রোতে হিমশীতল হয়ে গিয়েছিল।
২. ফোনের গ্যালারিতে ধুলো জমা ছবিগুলো আজ বারবার স্লাইড করছি। প্রতিটি ছবিতে তোমার হাসিটা কত জীবন্ত ছিল! অথচ আজ বাস্তবতার কর্কশ আওয়াজে সেই হাসিগুলো কেবল দীর্ঘশ্বাসে রূপ নিয়েছে। আমরা কি সত্যিই চেয়েছিলাম এভাবে আলাদা হতে?
৩. হেডফোনে বেজে ওঠা লো-ফাই সুরটা যেন সরাসরি হৃদপিণ্ডের রক্তক্ষরণ বাড়িয়ে দিচ্ছে। প্রতিটি রিদম মনে করিয়ে দিচ্ছে সেই দিনগুলোর কথা, যখন কথা শেষ হয়ে গেলেও আমাদের নিরবতা অনেক কিছু বলে দিত। আজ সেই নিরবতাটাই কেবল রয়ে গেছে, কিন্তু তুমি নেই।
৪. একসময় ভাবতাম, তোমাকে ছাড়া আমার পৃথিবী থমকে যাবে। কিন্তু পৃথিবী ঠিকই চলছে, সময়ও বয়ে যাচ্ছে। শুধু আমার ভেতরের মানুষটা কোথাও একটা স্থির হয়ে গেছে। কোনো এক অজানা অভিমানের পাল্লায় আমার অস্তিত্ব আজ ভারী হয়ে উঠেছে।
৫. মানুষের মন বড় বিচিত্র। যাকে সবচেয়ে বেশি ঘৃণা করতে চায়, তাকেই বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসে। এই যে এত অভিযোগ, এত অভিমান—এসব কি কেবল তোমার ফিরে আসার অপেক্ষায় নয়? কিন্তু আমি জানি, ফিরে আসার পথগুলো তুমি নিজেই মুছে দিয়েছ।
৬. ঘরের কোণে রাখা গিটারটা আজ ধুলোয় ঢাকা। ওটা দিয়ে একসময় তোমার পছন্দের গানগুলো তুলতাম। আজ সুরগুলোও কেমন যেন বেসুরো শোনায়। গানের কথাগুলো বারবার তোমার নামের সাথে মিলে মিশে একাকার হয়ে যায়।
৭. তুমি কি কখনো একলা রাতে আকাশের দিকে তাকিয়ে আমাকে খোঁজো? নাকি নতুনের ভিড়ে আমি এখন কেবল একটা অপ্রয়োজনীয় ইতিহাস? উত্তর জানা নেই, আর হয়তো কখনো জানার সুযোগও হবে না। এই অজানাকে নিয়েই বেঁচে থাকা এখন অভ্যেস।
৮. স্মৃতির শহরটা খুব সংকীর্ণ। যেদিকেই তাকাই, সেদিকেই তোমার ফেলে যাওয়া ছোট ছোট স্মৃতিরা ভিড় করে। সেই ক্যাফের টেবিল, সেই বৃষ্টির দুপুর কিংবা সেই শেষ বিদায়ের রাস্তা—সবকিছুই যেন জীবন্ত হয়ে আমাকে উপহাস করে।
৯. লো-ফাই মিউজিকের এই স্লো বিটগুলো যেন আমার জীবনের সেই ধীর গতির প্রতিফলন। যেখানে আনন্দ নেই, শুধু এক অদ্ভুত স্থিরতা আছে। একাকীত্বের এই মাদকতা যে কতটা যন্ত্রণাদায়ক, তা হয়তো তোমাকে ছাড়া অন্য কেউ বুঝবে না।
১০. আমি তো শুধু চেয়েছিলাম একটুখানি আশ্রয়। তোমার কাঁধে মাথা রেখে সারা জীবনের ক্লান্তি ভুলে যেতে। কিন্তু কপাল বোধহয় খুব একটা প্রসন্ন ছিল না। আজ আশ্রয়ের বদলে আমার কপালে জুটল এক আকাশ সমান শূন্যতা।
১১. ডায়েরির শেষ পাতায় তোমার নামটা কাটাকুটি করে লিখেছি। মনে হয়েছিল হয়তো নামটা মুছে দিলেই মন থেকে মুছে যাবে। কিন্তু কালির দাগ মোছা গেলেও হৃদয়ের দাগটা কি অত সহজে মোছা যায়? না, যায় না।
১২. আজ রাতটা পেরিয়ে গেলে হয়তো নতুন একটা ভোর হবে। আবার লোকদেখানো হাসিতে নিজেকে রাঙাতে হবে। কিন্তু এই নিস্তব্ধ রাতগুলো জানে আমার আসল পরিচয়। আমি এক পরাজিত প্রেমিক, যে তার শেষটুকু হারিয়ে আজ এই লো-ফাই গানের সুরে নিজেকে খুঁজছে।
🎶 Lyrics: ফাগুনের মোহনায় (Lo-fi Version)
[Verse 1]
এই বসন্ত বাতাসে আমার অঙ্গ জ্বইলা যায়
বঁধূয়ারও লাগি আমার মন করে হায় হায়
এই বসন্ত বাতাসে আমার অঙ্গ জ্বইলা যায়
বঁধূয়ারও লাগি আমার মন করে হায় হায়...
[Chorus]
এমনও মধু লগন এমনি বইয়া যায়...
এমনও মধু লগন এমনি বইয়া যায়...
ফাগুনের মোহনায়..
ও সোহাগী রঙ লাগে তোর মনের ঠিকানায়..
[Verse 2]
লাল পলাশের অচিনপুরে যায় ছুটে মন তেপান্তরে
কোকিলা কার বাঁশির সুরে ভিনদেশী গান গায়
আবীর মাখা কৃষ্ণচুড়ায় লাল আগুনের পরশ লাগায়
কোন প্রেয়সী একলা ঘরে চোখ ঢাকে আয়নায়...
[Outro]
এমনও মধু লগন এমনি বইয়া যায়...
ফাগুনের মোহনায়..
ফাগুনের মোহনায়..
💬 Share Your Thoughts
আপনার জীবনেও কি এমন কেউ ছিল যে অসম্পূর্ণ রয়ে গেছে? আপনার জীবনের সেই অপ্রকাশিত গল্পের কোনো অংশ যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তবে নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন। হয়তো আপনার কথাগুলোই অন্য কারোর মনে একটু সান্ত্বনা দেবে।
🎧 Technical Information
Audio Fidelity: 320kbps High-Res Sound
Mixing: Slowed & Reverb Aesthetic Ambient
Visuals: Minimalist Loop Animation
Produced for: Emotional Soul Healing
৪. High-Ranking Tags (৪৫০ অক্ষর)
bangla sad song, bengali lofi, biroher gaan, emotional bangla music, heartbreak lofi, 3am bangla, slowed reverb, aesthetic music, bengali sad lofi, lofi bangla mix, heart touching song, bangla biroher gaan, lonely night vibes, sad song bangla, fagunero mohonaye lofi, bengali aesthetic, emotional storytelling, deep bengali lyrics, late night lofi, nostalgic bangla songs, sadness, memory, heartbreak story.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: