সামাদ্দ লেংটার মাজারে কি হয় দেখুন। পাপের ভান্ডার।।majar.
Автор: Voice of Anamul
Загружено: 2025-07-17
Просмотров: 128274
আবদুল সামাদ্দ মাছকলন্দর লেংটার মাজার বা দরগাশরিফ।।যা দেশের নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত।। প্রথম দেখাতেই দরগাটির অবকাঠামো নজড় কাড়বে।।দরগার চার দিকে চারটি সাদৃশ্য মিনারের পাশাপাশি রয়েছে সিরামিক টাইলসের সুন্দর একটি গুম্বজ ।
মাজারটির দক্ষিন পাশে সুন্দর একটি শাপলার প্রতিকৃতি রয়েছে যা দেখতে বেশ চমৎকার। সেই সাথে এখানকার চারপাশের দৃশ্যপট ও সুন্দর।।
মাজারের সিমানার প্রাচিরে এসে প্রথমে দেখলাম দুইজন পাগলাকে যাদেরকে ঘিরে রয়েছে বেশ কিছু মানুষ।।।
আবদুল সামাদ্দ লেংটা ১৯৭৪ সালে ইন্তেকাল করলে ও কত সালে জম্ম গ্রহন করেছিলেন তার সঠিক তথ্য পাওয়া যায়নি।।তিনি ব্রাক্ষবাড়িয়ার জালাল শাহ মাছকলন্দর ভক্ত ছিলেন।সামাদ্দ লেংটা ছিলেন আল্লাহর একজন অলি।।জিবনদশায় তিনি মৃত মানুষকে জিবিত সহ অনেক অলৌকিক ক্ষমতার নির্দশন দেখিয়েছের যার কারণে তার ওফাত দিবস ও প্রতিসাপ্তাহের বৃহস্পতিবার এখানে হাজার হাজার বক্তকূল ও শত শত পাগলের সমাবেত ঘটে।।
এবার দরগার একেবারে কাছাকাছি চলে এসেছি। বাহির থেকে দাঁড়িয়ে দেখলাম অনেকেই মাজার জিয়ারত করে টাকা পয়সা দান করছে।আবার অনেকেই দেলাম মাজারে এসে মূর্হতের মধ্যেই সিরজায় লুটিয়ে পড়ছেন।। এখন অনেকেই বলতে পারেন তারা এখানে নামাজ পড়ছে।উত্তর দক্ষিণ করে নামাজ পড়া যায় কিনা তা অনন্ত পক্ষে আমার জানা নেই।।বা এখানে কোন নামাজের লক্ষণ আছেন কিনা তা খেয়াল করলেই বুঝতে পারবেন আপনারা।।
আল্লহআল্লহ তালা সূরা জিন ১৮ নাম্বার আয়াতে উল্লেখ করেছেন,,নিশ্চয়ই সিজদার স্থানসমূহের মালিক আল্লাহ তালা।। অতএব তুমরা তার সাথে কারো ইবাদত করো না।।আর আমরা কত সহজেই না আল্লাহর সাথে শরিক করে ফেলি।।
অথচ মাজার কতৃপক্ষের নিষেদ রয়েছে সিরজা দেওয়ার তার পরে ও জেনে শুনে বুঝে ও সিরজা দিয়ে থাকেন অনেকেই।।
এখন অনেকেই বলতে পারেন আমি মাজার বিরোধী।। সত্যি কার অর্থেই আমি মাজার বিরোধী না।।এখানকার পরিবেশ পরিস্থিতি কিংবা সামাদ্দ লেংটার বিবিন্ন নির্দশন আপনাদের সামনে তুলে ধরাই এই ভিডিওতে আমার প্রধান লক্ষ।।
#majer #লেংটারমাজার।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: