Upper Primary TET | Primary TET | CDP 6 |
Автор: Learn Today ( Primary TET & Upper Primary TET )
Загружено: 2023-09-21
Просмотров: 33388
Upper Primary TET | Primary TET | CDP | CDP - 6 | #kohlberg (লরেন্স কোলবার্গ) । ⭕ Moral Development⭕ | CDP by Moumita
Content + MCQ
⭕ Moral Development⭕
🔷 লরেন্স কোহলবার্গ 🔷 একজন আমেরিকান মনোবিজ্ঞানী ছিলেন যিনি 🔷 নৈতিক বিকাশের পর্যায়গুলির তত্ত্বের জন্য সর্বাধিক পরিচিত।
🔷 তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ এডুকেশনে অধ্যাপক হিসেবে কাজ করেছেন।
⭕ নৈতিক বিকাশের পর্যায় (Stages of Moral Development) ⭕
কোহেলবার্গ নৈতিক বিকাশের তিনটি পর্যায়ের কথা উল্লেখ করেছেন।
🔴প্রাক-প্রথাগত পর্যায় (Pre-conventional Stage) 4 বৎসর থেকে 10 বৎসর
🔴প্রথাগত পর্যায় (Conventional Stage) 10 বৎসর থেকে 13 বৎসর।
🔴উত্তর প্রথাগত পর্যায় (Post-conventional Stage) 13 বৎসর এবং তার বেশি।
🔴Level (1) প্রাক-প্রথাগত পর্যায় (Pre-conventional Level) 🔷 4 বৎসর থেকে 10 বৎসর
এই পর্যায়ে শিশুর নৈতিক আচরণ প্রধানত স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত।
🔷 প্রথম স্তরঃ
🔷 স্তরঃ 1, শাস্তি এবং বাধ্যতা
শাস্তি এড়ানোর জন্য শিশু অন্যের বাধ্য হয় এবং নিয়মনীতি অনুসরণ করে।
🔷 দ্বিতীয় স্তরঃ
🔷 স্তরঃ 2, বিনিময় (বদলের নীতি)
কেবলমাত্র স্বার্থরক্ষার জন্য শিশু নিয়ম মেনে চলে। কেন সে নির্দিষ্ট আচরণ করবে তা সে বিচার করে না। অর্থাৎ আত্মকেন্দ্রিকতা দেখা যায়। যেমন—তুমি আমার বই ছিড়েছ, আমি তোমার পুতুল ভাঙব।
🔴Level (2) প্রথাগত পর্যায় (Conventional Level) 🔷10 বৎসর থেকে 13 বৎসর
এই বয়সে বালক ব্যক্তি ও সমাজ উভয়ের নিকট থেকে সমর্থন প্রত্যাশা করে।
🔷 তৃতীয় স্তরঃ
🔷 স্তরঃ 3,
এই বয়সের বালকেরা অপরের সমর্থন আকাঙ্ক্ষা করে।
যেমন— 'ভালো ছেলে', 'ভালো মেয়ে' ইত্যাদি শুনতে এরা চায়।
🔷 চতুর্থ স্তরঃ
🔷 স্তরঃ 4, Social System Morality
এই স্তরে নিয়মনীতি প্রাধান্য পায়। আইন, সমাজ, ধর্ম, নৈতিকতা আচরণকে নিয়ন্ত্রিত করে। এই স্তরের বালকের আইনসংগত অর্থাৎ সমাজ-সমর্থিত আচরণ কর্তব্য বলে মনে করে।
🔴Level (3) উত্তর প্রথাগত পর্যায় (Post-conventional Stage) 🔷 13 বৎসর এবং তার বেশি।
🔷 পঞ্চম স্তরঃ
🔷 স্তরঃ 5, Social Contract or Utility and Individual Rights
কোনো সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তি যুক্তির আশ্রয় নেয়। আইনকে সামনে রেখেই তার নৈতিক আচরণ প্রকাশ পায়। আইন পরিবর্তন করে চাহিদা পূরণ করতে চায় ।
🔷 ষষ্ঠ স্তরঃ
🔷 স্তরঃ 6, Universal Ethical Principles
ব্যক্তির বিবেক খুব সক্রিয় হয়। সকলের কল্যাণ হয় এমন আচরণ সে করে এবং নিজের আচরণে তা প্রকাশ ঘটায়। একেই সর্বজনীন নীতি বলে।
#upper_primary_tet #upper_primary_tet_2025 #primarytet2025
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: