ডারউইন আসলে কী বলেছিলেন? | The Origin Then and Now by David Reznick
Автор: Book Hall BD
Загружено: 2026-01-17
Просмотров: 3663
চার্লস ডারউইনের 'অন দি অরিজিন অব স্পিসিজ' (On the Origin of Species) মানব ইতিহাসের অন্যতম প্রভাবশালী একটি বই। কিন্তু ১৮৫৯ সালে লেখা এই বইটি বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে কতটা প্রাসঙ্গিক? আজকের ভিডিওতে আমরা ডারউইনের সেই কালজয়ী তত্ত্বকে দেখব আধুনিক বিজ্ঞানের চশমায়।
এই ভিডিওটি তৈরি করা হয়েছে প্রখ্যাত বিবর্তনীয় জীববিজ্ঞানী ডেভিড এন. রেজনিকের (David N. Reznick) লেখা "The Origin Then and Now: An Interpretive Guide to the Origin of Species" বইটির ওপর ভিত্তি করে। এই বইটিতে লেখক ডারউইনের মূল কথাগুলোকে সহজভাবে ব্যাখ্যা করেছেন এবং দেখিয়েছেন যে গত ১৫০ বছরে বিজ্ঞান ডারউইনের তত্ত্বকে কীভাবে আরও সমৃদ্ধ করেছে।
এই ভিডিওতে যা যা থাকছে:
📚 ডারউইনের ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন কী?
🧬 ডারউইনের সময় বিজ্ঞান কোথায় ছিল আর এখন কোথায়?
🔍 'The Origin Then and Now' বইটির মূল প্রতিপাদ্য।
💡 বিবর্তন নিয়ে সাধারণ ভুল ধারণাগুলোর উত্তর।
যারা বিজ্ঞান ভালোবাসেন এবং বিবর্তনবাদের গভীরে যেতে চান, তাদের জন্য ডেভিড রেজনিকের এই গাইডটি একটি অসাধারণ রিসোর্স। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না!
রেফারেন্স বই:
📖 Book: The Origin Then and Now: An Interpretive Guide to the Origin of Species
✍️ Author: David N. Reznick (Introduction by Michael Ruse)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: