কণ্ঠশীলন - ধনধান্য পুষ্প ভরা | Dhanno Pushpo Vora | মাইশা তালুকদার | Konthoshilon Academy
Автор: কন্ঠশীলন একাডেমি
Загружено: 2025-12-22
Просмотров: 355
কণ্ঠশীলন - ধনধান্য পুষ্প ভরা | Dhanno Pushpo Vora | মাইশা তালুকদার | Konthoshilon Academy
----------------------------------------------------------------
Connect with Us: 👉 / @KonthoshilonAcademy
----------------------------------------------------------------
"ধনধান্য পুষ্প ভরা - Dhanno Pushpo Vora"
🔸Song : Dhanno Pushpo Vora
🔸Lyric & Tune : Dijendro Lal Ray
🔸Studio : Melodious studio
🔸Record : Shahidullah Hadi
🔸Compose : Salman Sadik Saif
🔸Cinematography, Edit & Color : Mohiuddin Raza
🔸Poster Design : Monjur Hosain Shoaib
🔸Assistant Director : Aminur Rahman
🔸Director : Shahidullah Hadi
🔸Produce & Performed By: Kanthoshilon Acadamy
________লিরিক্স________
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।
চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।।
এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে ।।
পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।।
ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।।
গান: ধন ধান্য পুষ্প ভরা
কথা ও সুর: দ্বিজেন্দ্রলাল রায়
********************************************************************
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্।
বরিশাল নগরীতে হামদ, না'ত, ইসলামি সংগীত প্রশিক্ষণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান______________________
★★★কণ্ঠশীলন একাডেমি★★★
★ আমাদের শাখাসমূহ:
১। সাগরদী শাখা-
ক্লাস: প্রতি শুক্রবার সকাল ৯:০০টা
স্থান: আল মুনাওরা মাদরাসা,
সাগরদী মাদরাসা মসজিদের পশ্চিম পার্শে, সাগরদী।
২। নথুল্লাবাদ শাখা-
ক্লাস: প্রতি শুক্রবার সকাল ১০:৩০ টা
আলী মার্কেট, ২য় তলা, পাসপোর্ট অফিসের অপজিটে, নথুল্লাবাদ।
৩। কাউনিয়া শাখা-
ক্লাস: প্রতি শুক্রবার বিকাল ৩:৩০টা
স্থান: মাসুম একাডেমি, বেবি কেয়ার একাডেমির পেছনে, কাউনিয়া হাউজিং।
৪। বটতলা শাখা-
ক্লাস: প্রতি শনিবার সকাল ৯:০০ টা
স্থান: তাদরীসুল কুরআন মাদরাসা। হাতিল শো-রুমের পাশের গলি, বটতলা।
৫। বেলতলা শাখা-
ক্লাস: প্রতি শনিবার বিকাল ৪:০০ টা
স্থান: মারকাযুত তাকওয়া মডেল মাদরাসা
আল মাদানী সড়ক, বেলতলা।
আমাদের সম্পর্কে জানতে ভিজিট করুন:
ফেসবুক পেইজ: / konthoshilonacademy
ইউটিউব চ্যানেল: / @konthoshilonacademy
★যোগাযোগ:
শহীদুল্লাহ্ হাদী____
পরিচালক
কণ্ঠশীলন একাডেমি
01755-236896
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: