রমজান সম্পর্কে কিছু হাদিস
Автор: DAILY SABILUD DAWAH
Загружено: 2023-04-08
Просмотров: 65
ভয় পেয়ে যেয়ো না। একমাস রোযা রাখা তোমাদের জন্যে অবশ্যই সম্ভব। কারণ তোমাদের পূর্ববর্তী উম্মতগণও রোজা রেখেছে। তাঁরা পেরেছে তোমরাও পারবে। কারণ আল্লাহ মানুষের সাধ্যের বাইরে কোনো বিষয় চাপিয়ে দেন না।
৫নং প্রশ্ন: রমজানের রোজার উদ্দেশ্য কি?
উত্তর: যে উদ্দেশ্যে আল্লাহ পাক রমজান মাস আমাদেরকে দিয়েছেন, সেই উদ্দেশ্য যদি আমরা অর্জন করতে পারি, তাহলেই রমযানের পূর্ণ খায়ের ও বরকত আমরা হাছেল করতে পারব।
শরীয়তের প্রত্যেকটা আমলের একটা সহীহ উদ্দেশ্য বা সহীহ মাকসাদ থাকে। প্রত্যেকটা আমলের সেই সহীহ মাকসাদ যদি অর্জন করা যায়,তাহলে সেই আমলের দ্বারা পুরােপুরি উপকৃত হওয়া যায়। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে রােযার বিধান দেয়া হয়েছে, এই রােযার উদ্দেশ্য কি তা আল্লাহ রাব্দুল আলামীন নিজেই বলে দিয়েছেন। সূরা বাকারা : ১৮৩ নং আয়াতে ইরশাদ হয়েছে- ‘হে মু’মিনরা! তােমাদেরকে রােযার বিধান দেয়া হল, যেমন তােমাদের পূর্ববর্তীদেরকেও রােযার বিধান দেয়া হয়েছিল। এই রােযার বিধান দেয়া হল এই উদ্দেশ্যে, যাতে তােমরা তাকওয়া-পরহেযগারীর অধিকারী হতে পার।
তাকওয়া অর্থ: তাকওয়া বা পরহেযগারী-এর অর্থ হল বিরত থাকা, সংযমী হওয়া। অর্থাৎ গােনাহ থেকে বিরত থাকা, পাপের ক্ষেত্রে সংযমী হওয়া। বুঝা গেল রােযার উদ্দেশ্য হল গােনাহ থেকে বিরত থাকা, পাপের ক্ষেত্রে সংযমী হওয়া।
প্রিয় পাঠক, ধারাবাহিকভাবে আমরা রমজানের ফজিলত, রোজার ফজিলত, রোযার নিয়ত, ইফতারের গুরুত্ব, ইফতারের দোয়া, সাহরির গুরুত্ব, সাহরির নিয়ত, ইতেকাফের গুরুত্ব ইত্যাদি বিষয়ে লেখা আপলোড করব। আশা করি আপনারা উপকৃত হবেন।

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: