শীতের ফুল | Winter Flowers
Автор: Prokriti Kotha
Загружено: 2019-12-05
Просмотров: 2185
শীতের জড়তা কাটিয়ে আড়মোড়া ভেঙে ভোরের সূর্যটা জেগে উঠতেই কুসুম কুসম আভা ছড়িয়ে পড়ে প্রকৃতিতে। হিমেল হাওয়ায় জড়সড় পাতা ভেতর থেকে এ সময় মুখ তোলে বাহারি গোলাপ। কুয়াশার ঘোমটা সরিয়ে উঁকি দিতে ভোলে না তুলতুলে গাঁদারাও। শিশিরে লুটোপুটি খাওয়া কলমী ফুলেরাও এ সময় দেয় মায়াকাড়া হাতছানি। প্রকৃতির রূক্ষতা যেন প্রাণ ফিরে পায় রং বাহারি এসব ফুলের কোমল হাসিতে। শিউলী, সূর্যমুখী, নীলমণিলতা, স্বর্ণঅশোক, কাঁটা মেহেদী, কসমস, মর্নিং গ্লোরী, জবা, জুঁই, চামেলী, বেলীসহ আরো কিছু ফুল রয়েছে যারা শীতকালে ফোটে। আরো ফোটে মনোহর সব বুনোফুল। দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত হয়ে ওঠে হলুদ গালিচা। যার নয়নাভিরাম আভা দোল দেয় মৌমাছির মনেও। রঙের দোলায় আরো সামিল হয় সীমফুল ও কুমড়ো ফুল। ঝলমলে বর্ণিল এসব ফুলের রঙের টানে ছুটে আসে নানা কীটপতঙ্গ।
শীতের দিনের আরেক বৈচিত্র্যময় ও নজরকাড়া ফুল ডালিয়া। আদি নিবাস মেক্সিকো। উদ্ভিদতত্ত্ববিদ আন্দ্রিয়াস গুস্তাভ ডাল নিজের নামের অনুকরণে প্রথম এ ফুলের নাম রাখেন ডালিয়া। গন্ধে বর্ণে শোভায় আকুল করা এমন আরো কিছু ফুল রয়েছে যাদের পাপড়ির সৌন্দর্য আর চমৎকার বিন্যাস সহজেই মানুষকে মুগ্ধ করে। সৌন্দর্য ছাড়াও ফুলের রয়েছে বহু ঔষধি গুণাগুণ। দেশী প্রজাতির ফুলের পাশাপাশি বেশ কিছু বিদেশী ফুলের বাণিজ্যিক চাষ সমৃদ্ধি এনে দিয়েছে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও।
শীতের সময়টা বড্ড মলিন। আর এই মলিন প্রকৃতির বুকে প্রাণের ছোঁয়া এনে দেয় শীতকালীন এসব বর্ণিল ফুল।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: