Sourav's Marriage | গার্হস্থ্য হিংসার অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেতা সৌরভ চক্রবর্তী
Автор: Anandabazar Patrika
Загружено: 2023-03-28
Просмотров: 327955
শহরতলিতে বড় হওয়া, কমার্স নিয়ে পড়াশোনা, সাইকেলে প্রেম, ধরা পড়ে গিয়ে বকা খাওয়ার স্মৃতি ভাগ করে নিলেন দর্শকদের সঙ্গে। উঠে এল বিচ্ছেদের প্রসঙ্গ। “ভেঙে গিয়েছে সেটা খুব দুঃখের। আমার ধারণা ওর জীবনেও ঘেঁটেছে। আমার জীবনেও ঘেঁটেছে। একটা লম্বা সময় কাটিয়েছি দু’জনে। আমাদের ৯ বছরকে ভুল বলতে পারি না,” সৌরভের গলায় বিষণ্ণতার সুর।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘শ্বেত কালী’। অভিনেতা সৌরভ চক্রবর্তী প্রথমবার খলনায়কের চরিত্রে যা প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে। বাংলা ওটিটির অবস্থান নিয়ে তিনি বললেন, “শুধু বাংলা ওটিটি কেন, বাংলা কি খুব এগিয়েছে? উদার মানসিকতা, উদার মনস্ক, উদার মানুষের এখন বড় অভাব। লেখায় অভাব, সাহিত্যে অভাব, ছবিতে অভাব, বিষয় নির্বাচনে অভাব রয়েছে।”
বিচ্ছেদের কারণ হিসাবে সৌরভের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনা হয়েছে। এ বার তা নিয়ে মুখ খুললেন অভিনেতা, “মানুষ আমাকেও দেখেন, ওকেও দেখেন। তাঁরা তাদের মতো করে নিশ্চয় বুঝবেন। এক্ষেত্রে আমার কিছু না বলাই ভাল। একে অপরকে কাদা ছোঁড়াছুঁড়ি, তুমুল ঝগড়া এ সবের কোনও মানে হয় না।”
ব্যক্তিগত জীবনে সৌরভ কি রোম্যান্টিক? “আমার প্রাক্তন স্ত্রী যদি বুঝতেন তা হলে খুব ভাল হত,” উত্তর সৌরভের। বর্তমানে প্রেম করছেন অভিনেতা? অভিনেতা জানালেন, “আবার প্রেম করতে একটা ভয় কাজ করে। প্রেমের ক্ষেত্রে আত্মবিশ্বাস নেই আমার।”
বাংলা ভাষায় কাজ করার বিষয় নিয়ে বললেন, “বাংলা ভাষা নিয়ে আমরা কোথাও পৌঁছতে পারলাম না। বাংলা ভাষার দু’টো দেশ ভারত ও বাংলাদেশ। তাও এখনও অনেক বাধা রয়েছে কাজ করার ক্ষেত্রে।
#souravchakraborty | #viralvideo
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: